বৃহস্পতিবার   ০২ মে ২০২৪   বৈশাখ ১৮ ১৪৩১   ২৩ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন আরো চার বিশ্বনেতার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

টানা তৃতীয় ও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নেদারল্যান্ড, আজারবাইজান, জর্দান, ও তিউনিসিয়ার প্রধানমন্ত্রীরা।

আওয়ামী লীগের সরকারের নেতৃত্বাধীন নবগঠিত একাদশ সংসদের প্রথম অধিবেশনের দিনই বুধবার এসব পৃথক অভিনন্দন বার্তার খবর এলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রাত্তে বলেন, আপনার নতুন সরকারের মেয়াদের সূচনায় আপনার সৌভাগ্য কামনা করছি। আমি দু’দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আমাদের দীর্ঘদিনের ও আন্তরিক দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিসহ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রচেষ্টার মধ্য দিয়ে যৌথভাবে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার অপেক্ষায় রয়েছি।

এছাড়া সম্প্রতি আপনার গৃহীত ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করছি।

এ প্রেক্ষিতে মার্ক আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনার নতুন সরকার আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে, যা শক্তিশালী গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান।

আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুজ মাম্মাদভ তার বার্তায় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়া উপলক্ষে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

এতে তিনি আস্থা প্রকাশ করে বলেন, পারস্পরিক আস্থা ও সহায়তার ওপর প্রতিষ্ঠিত আমাদের সহযোগিতা নিজ নিজ রাষ্ট্র ও জনগণের কল্যাণে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আরো জোরদার ও গভীর হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং তার প্রয়াসের সাফল্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের চির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এই প্রধানমন্ত্রী।

এদিকে, জর্দানের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ড. ওমর সাল রাজ্জাজ তাদের বার্তায় বলেন, সংসদীয় নির্বাচনে আপনার সাফল্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়া উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রী ও নতুন সরকারের সাফল্য কামনা করে রাজ্জাজ বলেন, আমি দু’দেশের মধ্যকার সহযোগিতা এবং উভয় দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়াতে আপনার সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করছি।

এছাড়াও তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ তার বার্তায় বলেন, তিউনিসিয়ার সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাকে অত্যন্ত আনন্দের সঙ্গে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সুস্বাস্থ্য, সুখ ও বর্তমান মিশনে আপনার সাফল্য কামনা করছি। আশা করি, এমন সুযোগ্য প্রধানমন্ত্রীর বিজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জিত হবে।

তিনি আরো উল্লেখ করেন, আমি আপনাকে ভ্রাতৃপ্রতিম দু’দেশের অভিন্ন স্বার্থ ও আশা-আকাঙ্ক্ষার অনুকূলে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দিচ্ছি।