বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫   শ্রাবণ ১৫ ১৪৩২   ০৫ সফর ১৪৪৭

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার ৪ কৌশল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

স্মার্টফোন কেনার সময় ব্যবহারকারীরা যে বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয় তার মধ্যে অন্যতম হলো এর ব্যাটারি। কত মিলিঅ্যাম্পিয়ার এবং কয় ঘণ্টায় চার্জ হবে তা জেনে নেওয়া প্রয়োজন প্রত্যেক ব্যবহারকারীরই। আবার ব্যবহারকারীদের আরও একটি বিষয় খেয়াল করা উচিত আর তা হলো-ব্যাটারি যদি সঠিকভাবে চার্জ না হয় তাহলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেকটি ব্যাটারির আয়ুষ্কাল থাকে যা ফোনটি ব্যবহারের ওপর নির্ভর করে। পাঠকদের সুবিধার্থে যে চারটি উপায়ে স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে এ লেখায়।

স্মার্টফোনের চার্জ দেওয়ার ক্ষেত্রে যদি নিজস্ব চার্জার ব্যবহার না করা হয় তাহলে আস্তে আস্তে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। কেননা ফোনের সঙ্গে থাকা চার্জারে নির্দিষ্ট পরিমাণ আপটপুট ভোল্টেজ এবং কারেন্ট রেটিং থাকে যা ফোনের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়। কোনো কারণে যদি স্মার্টফোনের অরিজিনাল চার্জারটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব একই ব্র্যান্ডের একটি ভালো চার্জার কিনে নিবেন।

প্রত্যেকটি ফোন চার্জে দিলে তা অনেকটা গরম হয়। অতিরিক্ত গরম হলে স্মার্টফোনের অনেক সমস্যা হতে পারে। বিশেষ করে ফোনের ব্যাটারিতে অনেক প্রভাব পড়ে। তাই ফোনকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে চার্জে থাকা অবস্থায় ফোনের নিরাপত্তামূলক কেসিং বা কভার খুলে রাখা উচিত।

অনেকেই ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে। এতে করে ফোনটি সারা রাত ধরে চার্জ হতে থাকে। অনেক সময় ওভার চার্জিং হয়। যা ফোনের জন্য মোটেও ভালো কিছু নয়। একটি ফোন সারারাত চার্জ দেওয়ার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে।
আবার অনেকেই স্মার্টফোনে থার্ডপার্টি ব্যাটারি অপটিমাইজ অ্যাপ ব্যবহার করছেন। এই অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। এতে করে ফোনের চার্জ আরও বেশি ব্যয় হয়। কোনো স্মার্টফোনেই আলাদা কোনো ব্যাটারি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই।