বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫   শ্রাবণ ১৫ ১৪৩২   ০৫ সফর ১৪৪৭

তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের নির্মাণশালা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ছাত্রজীবন থেকেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনযাত্রার নানা ক্ষেত্রকে আরও বেশি সহজ ও গতিশীল করার স্বপ্ন দেখতেন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র আতিয়ার তালুকদার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষে পড়ার সময় আতিয়ার ও তার সহপাঠী সাদমান অ্যাকাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাবমিট করেছিলেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) ভিত্তিক একটি প্রজেক্ট, যার মাধ্যমে বাংলায় বলা কথা সরাসরি বাংলা টেক্সটে রূপান্তর করা যায়। তখনো আতিয়ার জানতেন না একদিন এই প্রজেক্টই হয়ে উঠবে তার বাংলা আইওটি সার্ভিস ‘জিনি আইওটি’-এর মূল ভিত্তি।

 
মূলত এনএলপি ভিত্তিক সার্ভিসটির ব্যবহারিক প্রয়োগের কথা চিন্তা করতে গিয়েই এটিকে আইওটি সার্ভিসের জন্য কাজে লাগানোর কথা মাথায় আসে আতিয়ারের। সেই লক্ষ্য পূরণে তার সঙ্গে যোগ দেয় প্রযুক্তিতে দক্ষ আরও কয়েকজন তরুণ। প্রায় দুই বছর নিরলস পরিশ্রমের পর ‘জিনি আইওটি’ তৈরি করতে সক্ষম হন তারা। গৃহস্থালীর বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী অ্যাপের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণের সুবিধা দেবে এই সার্ভিস। তাদের তৈরি অ্যাপে বাটন প্রেস করার পাশাপাশি বাংলা ভাষায় কমান্ড দেওয়ার মাধ্যমেও ইলেকট্রনিক সামগ্রী নিয়ন্ত্রণ করা সম্ভব। ভয়েস রিকগনাইজেশনের ক্ষেত্রে বাংলার প্রয়োগ দেশে এই প্রথম বলে দাবি করছেন ‘জিনি আইওটি’ টিমের সদস্যরা।

আতিয়ারের মতো আরও অনেক স্বপ্নবাজ তরুণের দেখা মিলবে কাওরান বাজারের জনতা টাওয়ারে অবস্থিত ‘বাংলালিংক আইটি ইনকিউবেটরে’। দেশের সম্ভাবনাময় ডিজিটাল স্টার্টআপগুলোকে অবকাঠামো, উপকরণ ও প্রশিক্ষণগত সহায়তা দিতে বাংলালিংক-এর উদ্যোগে চালু করা হয়েছে বিশেষ এই কর্মসূচি। এই উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির সঙ্গে রয়েছে বাংলালিংক। দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর সম্ভাবনাময় ডিজিটাল স্টার্টআপগুলোকে নির্বাচন করে সেগুলোকে এক বছরের জন্য উপরোক্ত সুবিধাগুলো দেওয়া হয় আইটি ইনকিউবেটরে। ‘জিনি আইওটি’-সহ মোট ছয়টি স্টার্টআপ এবার এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বাকি পাঁচটি স্টার্টআপ হলো ছবির বাক্স, পার্কলি, টিচ ইট, হোমফুডজ.কো ও ইজিসেন্স।

‘ছবির বাক্স’-এর সিইও ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমি একটি ডিজিটাল অ্যাড এজেন্সি ও ডিজিটাল অ্যাড নেটওয়ার্কে দীর্ঘ সময় ধরে কাজ করেছি। সেই সময় আমি বুঝতে পারি, আমাদের দেশে লোকাল কনটেন্টের জন্য প্রয়োজনীয় ছবির অভাব রয়েছে। এই অভাব পূরণের উদ্দেশ্যেই পরবর্তীতে আমি একটি স্টকফটো মার্কেটপ্লেস তৈরির উদ্যোগ নিই।’

‘ছবির বাক্স’ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দেশের ফটোগ্রাফারদের তোলা বিভিন্ন ধরনের ছবি কেনা যাবে সহজেই। এই প্ল্যাটফর্মে ক্রেতারা পছন্দানুযায়ী মানসম্পন্ন ছবি কেনার সুযোগ পাবেন বলে জানান ইমতিয়াজ।

‘টিচ ইট’-এর সহপ্রতিষ্ঠাতা তাহমিদ হুসেইন বলেন, ‘আমাদের দেশে কমিউনিটি বেইজড লার্নিং সেভাবে এখনো গড়ে ওঠেনি। যে কোনো বিষয় শেখার ক্ষেত্রে এখনো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। এই বিষয়টিকে বিবেচনা করেই আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্ল্যাটফর্মে যে কোনো বিষয়ের ওপর শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে শেয়ার করতে পারবেন কন্টেন্ট মেকাররা। এই কনটেন্টগুলো খুব সামান্য পরিমাণ সাবস?ক্রিপশন ফি দিয়ে দেখতে পারবেন ভিউয়াররা।’

শহরের গাড়ি পার্কিং সমস্যা দূর করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ ‘পার্কলি’। এর মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে অব্যবহূত পার্কিং স্পট চিহ্নিত করে সেখানে সহজেই গাড়ি পার্ক করা যাবে। পার্কিংভিত্তিক অন্য অ্যাপগুলির চেয়ে পার্কলিতে বেশি ফিচার রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মার্কেটিং এ্যান্ড কম্যুনিকেশন এক্সিকিউটিভ সেফাতুর রহমান চৌধুরী।

হোমফুডজ.কো-এর মাধ্যমে বাড়িতে তৈরি খাবার সরাসরি ভোক্তাদের কাছে অনলাইনে বিক্রি করা যাবে। ভোক্তাদের কাছে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি ঘরে বসে নারীদের অর্থ উপার্জনের সুযোগ করে দিতে এই উদ্যোগ নিয়েছেন হোমফুডজ.কো-এর প্রতিষ্ঠাতা আফরিনা তানজিন।

‘বাংলালিংক আইটি ইনকিউবেটরে’ জায়গা করে নেওয়া আরেকটি উদ্যোগ হলো ‘ইজি সেন্স’। কলকারখানায় দুর্ঘটনা রোধের মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগটি। আইওটি ভিত্তিক এই ব্যবস্থায় একটি কলকারখানার কোনো স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে আগুন লাগার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে মোবাইলের মাধ্যমে নোটিফিকেশন চলে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

ছয়টি স্টার্টআপের উদ্যোক্তারাই জানিয়েছেন, আইটি ইনকিউবেটরে তারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং ও আইনি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন। দেশ সেরা আইটি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে উদ্যোগগুলোকে আরও পরিণত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। প্রয়োজনীয় অর্থায়ন ও আনুষঙ্গিক প্রস্তুতি নিয়ে শীঘ্রই পূর্ণাঙ্গভাবে সার্ভিসগুলো চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।