বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

মোবাইল অ্যাপস কলেরা চিকিৎসায় বেশি কার্যকর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

মোবাইল অ্যাপস ব্যবহার করে ডায়রিয়া ও কলেরা চিকিৎসা ব্যবস্থায় অধিকতর সফলতা পাওয়া গেছে।

সম্প্রতি সরকারের আইডিসিআর, আইসিডিডিআরবি এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত একটি গবেষণা পরিচালনা করেছে।

গবেষণায় দেখা গেছে, ডায়রিয়া বা কলেরা রোগীদের দ্রুত কার্যকর চিকিৎসা প্রদানের ক্ষেত্রে এ পদ্ধতি অধিকতর কার্যকর। যেখানে রোগীর সামগ্রিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দিতে কয়েক ঘণ্টা সময়ের প্রয়োজন, সেখানে মাত্র দেড় থেকে দুই মিনিটে অ্যান্ড্রয়েট মোবাইল অ্যাপসের মাধ্যমে এসব রোগীর সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব।