শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

এবার রাসেলের হ্যাটট্রিক, চিটাগাংয়ের সংগ্রহ ১৭৪

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

 বিপিএলের ষষ্ঠ আসরে তৃতীয় হ্যাটট্রিক করলেন ঢাকা ডায়নামাইটসে খেলা ক্যারিবীয় বোলার আন্দ্রে রাসেল। বুধবার চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে মুশফিকুর রহিম, ক্যামেরুন ডেলপোর্ট ও দাসুন সানাকাকে সাজঘরে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এর আগে ১১ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার দেশীয় খেলোয়াড় আলিস আল ইসলাম ও ২৮ জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা পাকিস্তানি ওয়াহাব রিয়াজ হ্যাটট্রিক করেন।

এদিকে ম্যাচে ঢাকাকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে চিটাগাং ভাইকিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৪ রান করে দলটি।

চট্টগ্রামের পক্ষে ৫৭ বল থেকে ৫টি চার ও চারটি ছক্কার মারে ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন ক্যামেরুন ডেলপোর্ট। আর মুশফিকুর রহিম ২৪ বল থেকে চারটি চার ও দুটি ছক্কার মারে ৪৩ রান করেন। এছাড়া মোহাম্মদ শাহজাদ ২১ ও ইয়াসির আলী ১৯ রান করেন।

১০ খেলায় ৬ জয় ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে চিটাগাং। ৯ খেলায় ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।