মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

চারবার গর্ভবতী হয়েছিলেন যুবরাজের স্ত্রী!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং কিছুদিন আগেই ৩৮ বছরে পা দিলেন। জাতীয় দল থেকে বাদ পড়লেও বিভিন্ন কারণেই সংবাদপত্রে আলোচনা ছড়িয়েছেন তিনি। সম্প্রতি আবারো আলোচনায় ভারতের বিশ্বকাপজয়ী এই তারকা। তবে নিজের কারণে নয়। হয়েছে তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচের জন্য।

কিছুদিন আগে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়েতে উপস্থিত হন যুবরাজ ও তার স্ত্রী হ্যাজেল। সেখানেই অনুষ্ঠান চলাকালীন বারবার নিজের পেটকে আড়াল করতে থাকেন হ্যাজেল। এরপরই সংবাদ মাধ্যমের খবর, বাবা হতে চলেছেন যুবরাজ।

এই ঘটনা চোখ এড়ায়নি সেখানে উপস্থিত অন্যান্য অতিথির। ক্যামেরায়ও ধরা পড়ে যুবরাজ-পত্নীর এই অদ্ভুত আচরণ। এই ঘটনা দেখে অনেকেই দাবি করেন, মা হতে চলেছেন হ্যাজেল। এমনকি বিয়ের অনুষ্ঠান চলাকালে অনেক শুভাকাঙ্ক্ষী অভিনন্দনও জানান যুবরাজ-হ্যাজেল দম্পতিকে।

 

এদিকে মা হওয়ার ব্যাপারটিকে স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন হ্যাজেল। ভারতের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যখনই আমার ওজন বাড়ে, তখনই শোনা যায় আমি গর্ভবতী। এই নিয়ে বোধহয় তৃতীয় কিংবা চতুর্থবার আমি গর্ভবতী হলাম!’

এখনই সন্তান নেওয়ার পরিকল্পনা নেই জানিয়ে যুবরাজ-পত্নী বলেন, ‘এখন পর্যন্ত কিছু নিশ্চিত নয়। এটা তখনই হবে যখন হওয়া উচিত, যেমনভাবে আমাদের বিয়ে হয়েছিল। এটা পুরোপুরি ভাগ্যের বিষয়।’