মরিনহোকে বরখাস্ত করল ম্যানইউ
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থেকে বরখাস্ত হলেন হোসে মরিনহো। ৫৫ বছর বয়সী পর্তুগিজ কোচ লিগ কাপ এবং ইউরোপা লিগ জিতলেও প্রিমিয়ার লিগে একের পর এক ব্যর্থতায় বরখাস্ত হলেন। তার অধীনে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের অন্যতম দল ম্যানইউ পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে।
ম্যানচেস্টার ইউন ইউনাইটেড এক বিবৃতিতে মরিনহোর বরখাস্ত হওয়াকে নিশ্চিত করেছে সেই সঙ্গে ভবিষ্যৎ এর জন্য শুভকামনাও জানিয়েছে। মরিনহোর স্থলে একজন ভারপ্রাপ্ত কোচকে তারা নিয়োগ দেবে যতদিন না নতুন কাউকে না পাওয়া যায়। তবে ভারপ্রাপ্ত কোচ কে হচ্ছে তা এখনও জানায়নি তারা।
চলতি মৌসুমের শুরু থেকেই মরিনহোর অধীনে ম্যানইউ খুব একটা ভালো শুরু করতে পারেনি। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ২৬। পয়েন্ট টেবিলেও অবস্থান করছে ষষ্ঠতে। এছাড়া পল পগবার সঙ্গেও বিরোধ। যে কারণে চাকরি থেকে বরখাস্ত হওয়ার কথা শোনা যাচ্ছিল শুরু থেকেই। অবশেষে চাকরি খোয়াতেই হল তাকে।
