হেটমায়ার ব্যাঙ্গালোরে, দল পেলেন না যুবরাজ!
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মঙ্গলবার দুপুরে বসেছে আসন্ন টুর্নামেন্টের নিলাম। আর তাতে দল পেলেন না ভারতের অন্যতম তারকা যুবরাজ সিং। অন্যদিকে উইন্ডিজ তারকা হেটমেয়ারকে দলে ভিড়িয়েছে ব্যাঙ্গালুরু।
নিলামের আগেই ফ্রাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড় ধরে রাখা আর ছেড়ে দিয়ে দল সাজিয়ে রেখেছে। তবে এখনও ৭০ জনের জায়গা খালি আছে। যার জন্য লড়ছেন ৩৫১ জন খেলোয়াড়।
নিলামে ডাকে সবচেয়ে বড় চমক যুবরাজ সিংয়ের দল না পাওয়া। সাম্প্রতিক অফ ফর্মের কারণেই হয়তো দল পাননি তিনি। তবে খেলাটা যখন টি-টোয়েন্টি তখন যুবরাজের মতো অলরাউন্ডার ও মারকাটারি ব্যাটসম্যানের দল না পাওয়া অবাক করার মতোই। অবিক্রিত থেকে গেছেন অ্যালেক্স হেলসও।
ব্যাটসম্যান ক্যাটাগরিতে সিমরন হেটমায়ারকে ৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। হানুমা বিহারিকে ২ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটেলস।
দল না পাওয়ার তালিকায় রয়েছে আরো বেশ বড় বড় নাম। ম্যাককালাম, মনোজ তিওয়ারি, চেতেশ্বর পূজারা এবং নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল রয়েছেন অবিক্রিত খেলোয়াড়ের তালিকায়।
নিলামে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদও। তবে এখন পর্যন্ত তাদের নাম ডাকা হয়নি। মাহমুদউল্লাহ রিয়াদকে কেনার সম্ভবনা রয়েছে কোলকাতার। অন্যদিকে মুশফিকের জন্য ডাক দিতে পারে সানরাইজার্স ও রাজস্থান।
