শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

ফিলিপাইনের ক্যাট্রিওনা হলেন মিস ইউনিভার্স

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

থাইল্যান্ডে গতকাল অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এ বছরের মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন ফিলিপাইনের প্রতিযোগী ক্যাট্রিওনা গ্রে। ৯৩ জন প্রতিযোগীকে হারিয়ে ২৪ বছর বয়সী ক্যাট্রিওনা গ্রে জিতে নিয়েছেন মুকুট।

এ সুন্দরী জন্মেছেন অস্ট্রেলিয়ায়। আমেরিকায় পড়াশোনা করেছেন মিউজিক নিয়ে। এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই আলোচনায় ছিল।

মিস ইউএসএ সারা রোজ সামারস সমালোচিত হয়েছেন মিস কম্বোডিয়া এবং মিস ভিয়েতনামের ইংরেজি ভাষার অদক্ষতা নিয়ে কথা বলে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন সামারস। তবে বাদ পড়ে গিয়েছেন সেরা দশ বাছাইয়ের সময়।

 

তাছাড়াও চমকে দিয়েছেন মিস স্পেন অ্যানজেলা পঞ্চে। তিনি প্রথম ট্রান্সজেন্ডার প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েছেন।