‘বাঘি ৩’-তে দিশা আউট সারা ইন!
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
সবে সবে বলিউডে ডেবিউ করেছেন সারা আলি খান। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ দিয়ে বি টাউনে পা রেখেই, সাফল্য পেয়েছেন সাইফ-কন্যা।
ডেবিউ সিনেমা ৫০ কোটির ব্যবসা পেরোতে না পেরোতেই ‘সিম্বা’র প্রমোশন জোরদারভাবে শুরু করে দিয়েছেন সারা। এই সিনেমায় সাইফ-কন্যার বিপরীতে রয়েছেন রণবীর সিং। পরিচালক রোহিত শেঠির এই সিনেমা নিয়ে ইতিমধ্যে উচ্ছ্বসিত বলিউড।
‘সিম্বা’র মত ‘বিগ রিলিজ’ এর পরও কিন্তু থামছে না বলিউডের এই তারকা সন্তানের দৌড়। বি টাউনের খবর, ‘সিম্বা’র পর পরই নাকি সারাকে দেখা যেতে পারে ‘বাঘি ৩’তে।
অর্থাৎ টাইগার শ্রফের বিপরীতে ‘বাঘি ৩’ দিয়ে ৩ নম্বর সিনেমায় কাজ করবেন সারা। যদিও এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ‘বাঘি ৩’এর জন্য পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার নাকি সারাকেই পছন্দ।
আর সেই কারণে ‘বাঘি’-র এই সিক্যুয়েলে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পারেন সারা আলি খান।
প্রসঙ্গত ‘বাঘি’, ‘বাঘি টু’ এ শ্রদ্ধা কাপুর এবং দিশা পাটানিকে অভিনয় করতে দেখা যায় টাইগার শ্রফের বিপরীতে।
