সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

টাকা জমছে না?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

সব খরচ শেষ করে মাসের শেষে হাতে কানাকড়িও থাকছে না বলে হতাশায় পড়ে যান অনেকে। আসলে সঞ্চয় করতে চাইলে আপনাকে বাদ দিতে হবে ছোটখাট দৈনন্দিন কিছু অভ্যাস। যেমন প্রতিদিন বাইরে খাওয়া, অতিরিক্ত বিলাসিতা, হুট করে পছন্দের জিনিস কিনে ফেলা। এসব অভ্যাসের কারণেই হাত খালি হয়ে যায় মাস শেষে। জেনে নিন টাকা জমাতে চাইলে কোন কোন বিষয় মনে রাখতে হবে।

  • প্রথমেই মাথায় রাখতে হবে, আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসেই জমাতে হবে। তা সে যত কমই হোক না কেন। কাজেই মাসের শুরুতেই নিজের বাজেট বুঝে সেই টাকাটা অ্যাকাউন্টে রেখে দিন। মারাত্মক প্রয়োজন ছাড়া তাতে কখনওই হাত দেবেন না।
  • মাসের শুরুতেই খরচের একটা তালিকা বানান। কোন খাতে কত টাকা খরচ করবেন তাও ঠিক করে রাখুন। সেই অনুযায়ী খরচ করুন মাসের প্রথম থেকে।
  • আমরা অনেক সময়ই ভুল জায়গায় বিনিয়োগ করি। কোনও বিনিয়োগের আগে তাই বিশেষজ্ঞের পরামর্শ নিন ।
  • এমন অনেক সময়ই হয়, কোনও কিছু একটা কিনতে ইচ্ছে করে যেটা সেই মুহূর্তে না কিনলেও চলবে! সেক্ষেত্রে ‘৭২ আওয়ার টেস্ট’-এর দ্বারস্থ হন। কী এই টেস্ট ? মনোবিদদের মতে, কিছু কিনবেন ভাবা ও কেনার মধ্যে ৭২ ঘণ্টা সময় রাখুন। যদি তিন দিন পরেও সেই জিনিসটি কেনার ইচ্ছা বজায় থাকে, তবেই কিনুন।
  • প্রতিদিন বাইরে না খেয়ে বাসায় খাওয়ার চেষ্টা করুন।
  • কোনও উৎসবে পাওয়া বোনাসের টাকা সব খরচ না করে নির্দিষ্ট অংশ জমিয়ে রাখুন।