শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

চলতি পথে হাত ব্যাগে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

বাইরের শত ব্যস্ততা ও হুড়োহুড়িতে ছুটে যায় অনেক কিছু। কর্মব্যস্ত নারীদের ক্ষেত্রে এ সমস্যা আরও বেশি। তাই প্রতিদিনের ব্যবহৃত ব্যাগেই রেখে দেওয়া যায় নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস। বাসা থেকে বের হয়ে গেলেও যেন কর্মস্থল বা গন্তব্যে পৌঁছে হাতের লাগালে পাওয়া যায় সবকিছু। এ ছাড়া ক্লাস, অফিস, অনুষ্ঠান, বিয়ে কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস রাখা খুবই জরুরি, যাতে ঝটপট নিজেকে পরিপাটি করে রাখা যায়।

 

রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ব্যাগে সব সময় কয়েকটা জিনিস রাখা খুব ভালো। বাইরে যারা নিজেদের মেকআপ ছাড়া দেখতে পছন্দ করেন তাঁরা ছোট কমপেক্ট পাউডার, কাজল, লিপস্টিক রেখে দিতে পারেন আর হালকা মেকআপ চাইলে ব্লাসানও সঙ্গে রাখতে পারেন। তবে এখন যেহেতু শীত চলছে, তাই ব্যাগে ময়েশ্চারাইজার রাখতে ভুলবেন না।’

কিছুটা বড় হাতব্যাগের চল এখন। তাই একটি বড় ব্যাগে ভরে নিতে পারেন কিছু প্রয়োজনীয় জিনিস। নিচের চেকলিস্ট দেখে মিলিয়ে নিতে পারেন আপনার ব্যাগ।

লিপস্টিক

হালকা বা গাঢ় রঙের যেকোনো একটা বা দুটি লিপস্টিক সব সময় ব্যাগে রাখতে পারেন, যাতে যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে লাগিয়ে নেওয়া যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, বারো মাস লিপস্টিকেই ভরসা। গ্ল্যামার বাড়াতে বা ঠোঁটকে আর্দ্র রাখতে একটা লিপস্টিক পার্সে রাখা চাই-ই। প্রয়োজনমতো মাঝেমধ্যে একটু বুলিয়ে নিলেন।

লিপবাম

লিপস্টিকের পাশাপাশি একটি ছোট লিপবাম রাখাও ভালো। কোনো রং ব্যবহার না করে ঠোঁটকে আর্দ্র রাখা যায়।

লোশন

লোশনের একটা ছোট শিশি টিস্যু পেপারে মুড়িয়ে রাখতে পারেন। অফিসে পৌঁছে মুখ ধুয়ে টিস্যু দিয়ে মুছে চট করে লাগিয়ে নিতে পারবেন।মডেল: ঝরা, ছবি: নকশামডেল: ঝরা, ছবি: নকশা

রোদচশমা

রোদচশমা আপনার চেহারায় আলাদা মাত্রা যোগ করবে। তা ছাড়া খালি চোখে বেশিক্ষণ রোদে থাকা ঠিক নয়। তাই সব সময় ব্যাগে রোদচশমা রাখবেন।

পারফিউম বা বডি স্প্রে

সব সময় পারফিউম ব্যবহার করা উচিত। বাসা থেকে বের হয়ে কোথাও পৌঁছানোর পর শরীরের দুর্গন্ধ দূর করতে, কিংবা শীতে নিজেকে ফ্রেশ রাখতে ব্যাগে একটা ডিও স্প্রে চাই-ই চাই।

ওয়েট টিস্যু

মেকআপ তুলতে বা ঘাম মুছতে ওয়েট টিস্যুও সঙ্গে নিন। টিস্যু পানির বিকল্প হিসেবে জরুরি মুহূর্তে কাজে আসবে। প্রয়োজনে স্যানিটাইজার রাখতে হবে।

চিরুনি

ব্যাগে একটি ছোট চিরুনি রাখা উচিত। আফরোজা পারভীন বলেন, বাসার বাইরে নিজেকে একটু ফ্রেশ লাগার জন্য কিছুক্ষণ পরপরই চিরুনি দিয়ে একটু আঁচড়ে নিতে পারেন।

চুইংগাম

সারা দিন নিশ্বাস সতেজ রাখতে সব সময় ব্যাগে চুইংগাম কিংবা সেন্টার ফ্রেশ রাখুন, যা আপনাকে কথা বলার সময় সতেজতা দেবে।

প্রয়োজনীয় ওষুধ

ব্যান্ডেড, প্যারাসিটামল, পেট খারাপের ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার বাড়ি থেকে বেরোনোর আগে নিতে ভুলবেন না।

স্যানিটারি ন্যাপকিন

সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিন পার্সে রাখা উচিত।

মোবাইলের চার্জার বা পাওয়ার ব্যাংক

মেয়েদের নিরাপত্তার জন্য মোবাইল সব সময় খোলা থাকা প্রয়োজন। বাইরে ফোন বন্ধ হওয়ার ঘটনা এড়ানোর জন্য ব্যাগে চার্জার বা পাওয়ার ব্যাংক রাখা উচিত।

টাকার পার্স

এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস মেয়েদের ব্যাগের। সব সময় ব্যাগে একটি ছোট টাকার পার্স রাখা উচিত। সঙ্গে ডেবিট বা ক্রেডিট কার্ডও রাখতে পারেন। মডেল পিয়া জান্নাতুল বললেন, তিনটা জিনিস ছাড়া আমি বাসা থেকে বের হতে পারি না। আমার মোবাইল ফোন ও চার্জার, ক্রেডিট কার্ড এবং কলম। শুটিংয়ের কারণে আলাদা করে মেকআপ বক্স সব সময় সঙ্গেই থাকে, কিন্তু নিজের ব্যাগে আমি এই তিনটি জিনিস রাখি।

পানির বোতল

নিয়মিত পানি পান করলে শরীর ও ত্বক দুটোই সুস্থ থাকে। তাই বাইরে যাওয়ার আগে একটা পানির বোতল ব্যাগে ভরে নিন।