শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

নৌকার প্রচারণায় শাকিব খান

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচারণায় অংশ নিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সোমবার নিজের ফেসবুকে পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে দেশের জনগণের কাছে নৌকায় ভোট চাইলেন এ নায়ক।

ভিডিও বার্তায় ‘সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নেই বাহিরের দেশ ও কালে। সে অন্তরময় অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়’ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এ লাইনগুলো আবৃত্তি করে শাকিব খান বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যেই আমরা পাই আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়। দেশের প্রধানমন্ত্রী তিনি। তার আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর চেয়েও উজ্জ্বল হয়ে উঠে তার মমতাময়ী মায়ের আবেগ।’

শাকিব খান আরো বলেন, ‘নীমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব রিক্ত, মা-বাবাহীন রিতা-রুনাকে মেয়ের মর্যাদা দেয়া থেকে শুরু করে দেশে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া কিংবা অসুস্থ অসহায় শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের পাশে দাঁড়ানো- কোথায় নেই তার মমতার ছাঁয়া। একজন পথশিশুকে তিনি যেভাবে মমতায় জড়িয়ে ধরেন, তা শুধু একজন মা-ই পারেন তার সন্তানকে ধরতে। এভাবেই তিনি বাংলাদেশকে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন। তাই তো তিনি বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ ও পুরো পৃথিবীর মানুষের কাছে হয়ে উঠেছেন ‘মাদার অব হিউমিনিটি’। তাই আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের এই উন্নয়নকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভোট দিন। আর সবাই বুকে হাত রেখে অন্তর থেকে বলুন আমরা বাংলাদেশের পক্ষে।’

এর আগে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোয়ন চেয়েছিলেন শাকিব খান। পরে ভক্ত ও চলচ্চিত্রের ব্যস্ততার কারণে মনোনয়ন নেননি তিনি। তবে আগামীতে নৌকার হয়ে নির্বাচন করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন এ নায়ক।