শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

মঞ্চে আবারো সময়-নিরপেক্ষ নাটক ‘নিত্যপুরাণ’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

গতবছরের এই সময়ে প্রায় একযুগ পর মঞ্চে এসে অন্যরকম সাড়া পেয়েছিলো ‘নিত্যপুরাণ’। এর মূল কারণ, নতুনভাবে নাটকটিকে মঞ্চে উপস্থাপন করা। আগামীকাল সন্ধ্যা ৬টায় নাটকটি আবারো মঞ্চায়ণ হবে, নতুন রূপে। বাংলাদেশ শিল্পকলা একডেমির মূল থিয়েটার হলে এই শো অনুষ্ঠিত হবে।

এটি ছিলো নাট্যদল ‘দেশ নাটক’-এর ১৫তম প্রযোজনা। রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা। নাটকের দ্রৌপদী চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা। একলব্য চরিত্রে দেখা যাবে মামুন চৌধুরী রিপনকে। যুধিষ্ঠিরের চরিত্রে রয়েছেন অভিনেতা কামাল আহমেদ।

প্রদর্শনীটি দেখার আহ্বান জানিয়ে নির্দেশক মাসুম রেজা বলেন, নিত্যপুরাণ-এর প্রতিটা প্রদর্শনীতে কমপক্ষে ২৫/৩০ জন দর্শক থাকেন যারা দ্বিতীয় বা তৃতীয় বা তারও অধিকবার নাটকটা দেখছেন। যা আমাদেরকে অভিভূত করে।

মাসুম রেজা আরো বলেন, মহাভারত পাঠকালে একলব্যকে আমার খুব কাছের মানুষ বলে মনে হয়েছে। মনে হয়েছে এ যেন আমি, এ যেন আমরা, সাধারণ মানুষ। একলব্যকে আমার দেখতে ইচ্ছে হয়েছে অন্যভাবে, পা-ব কিংবা কৌরবদের চেয়েও কুশলী বীররূপে। তিনি বলেন, নিত্যপুরাণ লিখতে গিয়ে যে বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছি তা হলো- এই নাটকটিকে আমি সময়-নিরপেক্ষ নাটক হিসেবে দাঁড় করাতে চেয়েছি, অর্থাৎ আমি একই সঙ্গে মহাভারতের ভেতর থাকতে আবার এখনকার কথাও বলতে চেয়েছি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, ফিরোজ আলম, লরেন্স উজ্জ্বল গোমেজ, হোসাইন নীরব, মাইনুল হাসান মাঈন, সমাপন সরকার, সুস্মিতা সাহা, জলি চৌধুরী, তামিমা তিথি, মেঘলা মায়া, ইসমত জেরিন, কাজী লায়লা বিলকিস ও সানজিদা লতা।