এবার আসছে শুভর ‘মিশন এক্সট্রিম’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়ক আরেফিন শুভ। চলচ্চিত্রটির নাম মিশন এক্সট্রিম। এ ছবিতে তাকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস ও সাহসী অফিসারের ভূমিকায় দেখা যাবে।
ছবির চুক্তির বিষয়টি নিশ্চিত করে শুভ বলেন, সপ্তাহ খানেক আগে চুক্তি হয়েছে। এটিও পুলিশি ছবি। একই প্ল্যাটফর্ম কিন্তু গল্প ভিন্ন। এ কারণেই কাজটি করছি।
মিশন এক্সট্রিম পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ঢাকা অ্যাটাক ছবির প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফয়সাল আহমেদ বলেন, ২০১৯ সালের মার্চ মাস থেকে শুটিং শুরু করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
চলচ্চিত্রটির কাহিনির সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার সানী সানোয়ার। তিনি ঢাকা অ্যাটাক ছবিরও কাহিনিকার ছিলেন। সানী সানোয়ার পেশাগত জীবনে পুলিশের স্পেশাল ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য।
মিশন এক্সট্রিম প্রসঙ্গে সানী বলেন, সিনেমাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল পুলিশ সদস্যদের পেশাদারত্ব, ত্যাগ, সাহসিকতা এবং সাফল্যের ওপর ভিত্তি করে অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে। বাংলাদেশে সেই উদ্যোগ নেই বললেই চলে। ঢাকা অ্যাটাক মুক্তির পর দর্শক চাহিদার কারণে এ ধরনের আরেকটি সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছি আমরা।
মিশন এক্সট্রিম-এর চিত্রনাট্য শেষ। এখন চলছে কলাকুশলী নির্বাচনের কাজ।
চলচ্চিত্রটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন।
