রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

ঢাকার দুই সিটির আগাম প্রচার সামগ্রী সরানোর নির্দেশ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন এং দুই সিটির ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনী এলাকার আগাম নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসিতে মেয়র পদে উপ নির্বাচন এবং 

দুই সিটিতে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ জানুয়ারি মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী সরাতে বলেছে নির্বাচন কমিশন।
 
সংশ্লিষ্টদের নিজ খরচে প্রচার সামগ্রী সরানোর নির্দেশনা দিয়ে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডের সব প্রচার সামগ্রী ৩১ জানুয়ারি রাত ১২টার মধ্যে সরাতে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দুই সিটির নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ সময় ৯ ফেব্রুয়ারি।

ইসি কর্মকর্তারা জানান, উত্তর সিটির ৫৪ ওয়ার্ডে ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ২২ হাজার ৭২৬ ও নারী ১৪ লাখ ২৫ হাজার ৭৮৪ জন।

আর উত্তর সিটিতে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ভোটার ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৯ হাজার ৩৫ ও নারী ২ লাখ ৮২ হাজার ৬৪৯ জন।
 
দক্ষিণের ১৮টি ওয়ার্ডে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৪১৬ ও নারী ২ লাখ ৩২ হাজার ৯৪ জন।