সাগরিকায় `৩৬০ ডিগ্রী` ঝড়
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশের উত্তর-পশ্চিম থেকে ওঠা কালবৈশাখি মুহূর্তে তছনছ করে ছাড়ে প্রকৃতি। দক্ষিণে সাগরের বুক থেকে ওঠা ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস বিপন্ন করে তোলে জীবন। এ ঝড়ে এক অঞ্চল বিদীর্ণ হলেও আরেক অঞ্চল থাকে শান্ত। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স তো ৩৬০ ডিগ্রী ঝড়। সব প্রান্ত থেকেই তাই আঘাত হানেন প্রতিপক্ষকে। বিপিএলে তার সেই ঝড় দেখা গেলো ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। তাতে সাদা বলটি ছুটোছুটি করেছে এ প্রান্ত থেকে অপ্রান্তে।
সঙ্গে অ্যালেক্স হেলস ঝড়ও গেছে দেখা এ ম্যাচেও। তিনি ফর্মে ফিরলে কি যে করতে পারেন তা অজানা নেই বিপিএল দর্শকদের। ঢাকার বিপক্ষে আবার তিনি তা দেখালেন। শুরুতে আস্তে-ধীরে শুরু করলেও পরে ভিলিয়ার্সের সঙ্গে পাল্লা করে রান তুলে গেছেন তিনি। দু'জনে ব্যাট হাতে জুটি গড়েছেন ১৮৪ রানের। মাঠ ছেড়েছেন ম্যাচ জিতে।
প্রথমে ব্যাট করে ঢাকা এ ম্যাচে ১৮৬ রানের সংগ্রহ পায়। পরে ব্যাট করতে নামা রংপুর শুরুর দ্বিতীয় ওভারে দলের পাঁচ রানের মাথায় গেইল এবং রুশোকে হারায়। এরপর ক্রিজে এসেই ঝড় শুরু করেন ডি ভিলিয়ার্স। শুরু করেন ধুমধাম মার। ব্যাটে নেমে তিনি স্বস্তিতে থাকতে দেননি সাকিব-রাসেল কিংবা নারিন-রুবেলদের। খেলেন ৫০ বলে পুরোপুরি ১০০ রানের ইনিংস।
ভিলিয়ার্স তার দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে ছক্কা মেরেছেন ছয়টি। সঙ্গে চারের মার আটটি। তার স্ট্রাইক রেট চোখ ধাঁধাঁনো ২০০। এছাড়া অ্যালেক্স হেলস খেলেছেন ৫৩ বলে ৮৫ রানের হার না মানা ইনিংস। তার হাত থেকে বেরিয়েছে তিনটি ছক্কা এবং সাতটি চারের মার। হেলস রান তুলেছেন ১৬০.৩৮ স্ট্রাইক রেটে। আর তারা দু'জন দলকে জিতিয়ে ফিরেছেন হাতে ৯ বল থাকতে আট উইকেটের বড় ব্যবধানে।