শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

দুই ম্যাচ হাতে রেখে সিরিজ ভারতের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৩ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

শ্রীলংকার হয়ে শোধ নিচ্ছে ভারত! প্রতিবেশি দেশ শ্রীলংকাকে ক'দিন আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে কিউইরা। ভারতের বিপক্ষেও ঘরের মাঠে দারুণ কিছু করবে এই ছিল পূর্বানুমান। কিন্তু উল্টোটা করছে ভারত। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ওয়ানডে ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেল বিরাট কোহলির দল। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল ভারত। এখন রোহিত শর্মার কাঁধে দায়িত্ব নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ফেরার।

ভারত ২০০৮ সালে শেষবার কিউইদের দেশে একদিনের সিরিজ জিতেছিল। এবার আগের ইতিহাস ছাড়িয়ে যাওয়ার পালা। তবে শেষ দুই ম্যাচে বিশ্রামে থাকবেন বিরাট কোহলি। তাই দলের সেরা তারকাকে ছাড়া কেমন খেলে ভারত দেখার থাকবে সেটিই। সোমবার বে ওভালের মাউন্ট ম্যাউঙ্গানুইতে কিউইরা তুলতে পেরেছিল ২৪৩ রান। ছয় বল হাতে থাকতে তারা সব উইকেট হারায়।

ভারতের হয়ে এ ম্যাচে বিশ্রামে রাখা হয় ধোনীকে। তার তো বেশ পরীক্ষা হলো এবার পরীক্ষা করে নেওয়ার পালা ছিল দিনেশ কার্তিকের। ধোনির অবশ্য চোটও ছিল। নির্বাসন কাটিয়ে দলে ফিরে শুরুটা ভালই হয় হার্দিক পান্ডিয়ার। তিনি ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া চোখে লেগে থাকার মতো এক ক্যাচ নিয়ে ফেরান কেন উইলিয়ামসনকে।

ভারতীয় পেসারদের দাপটে এ ম্যাচে শুরুতে অস্বস্তিতে পড়ে কিউইরা। তাদের ২৬ রানের মধ্যেই দুই ওপেনারকে ফেরান শামি-ভুবি। উইলিয়ামসনও উইকেটে থাকতে পারেননি বেশিক্ষণ। ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন লাথাম-টেইলর। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১১৯ রান। মূলত এই জুটিই নিউজিল্যান্ডকে ২৪৩-এ পৌঁছে দেয়।

ডেথ ওভারেও ভারতীয় বোলারদের দাপট অব্যাহত ছিল। তাই রস টেলরের ৯৩ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও আড়াইশ' রানের সংগ্রহও পায়নি নিউজিল্যান্ড। মোহাম্মদ শামি ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ভুবনেশ্বর কুমার দুটি ও যুজবেন্দ্র চাহাল দুই উইকেট নেন। আগের দুই ম্যাচে চারটি করে উইকেট নেওয়া কুলদিপ যাদব এ ম্যাচে কোন উইকেট নিতে পারেননি।

ভারতের হয়ে কোন ব্যাটসম্যান খারাপ খেলেননি। অধিনায়ক বিরাট কোহালি ৬০ রান করে ফেরেন। রোহিত শর্মা করেন ৬২ রান। এ দিন ২৭ বলে ২৮ রান নিয়ে শেখর ধাওয়ান ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে দু’জনে ১১২ রান যোগ করেন। ধোনির বদলে দলে আসা দিনেশ কার্তিক ৩৮ বলে হার না মানা ৩৮ রান করেন। তার সঙ্গী রাইডু খেলেন ৪০ রানের অপরাজিত ইনিংস। ৪২ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পায় ভারত।