শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

এক চাকরি সতেরো বার ছাড়ার ইচ্ছা?

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১২ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

অফিস পলিটিক্স, কাজ করেও সুনাম না পাওয়া, বসের অত্যাচার সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে গেছেন চাকরিতে? তার ওপর বাসার কাজের চাপ তো আছেই। সত্যি করে বলুন তো, আপনি যে চাকরি করছেন সেটা গত এক বছরে কয়বার ছেড়ে দেয়ার কথা ভেবেছেন?

চাকরি ছাড়ার কথা পুরুষের চাইতে নারীরা বেশী ভাবেন। যুক্তরাজ্যের দ্য অ্যাসোসিয়েশন অব অ্যাকাউন্টিং টেকনিশিয়ানস এর একটি জরিপে নারীদের এমন তথ্যই জানা গেছে, একজন নারী বছরে কমপক্ষে সতেরো বার চাকরি ছাড়ার কথা ভাবেন। চাকরি ছাড়ার কথা ভাবার পাশাপাশি তারা বছরে কমপক্ষে দশবার পেশা বদলের কথাও ভাবেন।

জরিপে জানা যায়, একজন নারী বা পুরুষ পুরো চাকরি জীবনে প্রায় পাঁচবার অফিস রোমান্সে জড়ান। আর নারীদের চাকরি ছেড়ে দিতে চাওয়ার প্রবণতার পেছনে এটিও একটি কারণ।

জরিপে আরও জানা গেছে, পুরো চাকরি জীবনে একজন নারী প্রায় ৭৮৩৯৬ ঘণ্টা কাজ করেন। অর্থাৎ নারীরা বছরে প্রায় ১৬৬৮ ঘণ্টা এবং সপ্তাহে ৩২ ঘণ্টা সময় কাটান অফিসে।