বেনজেমায় পূর্ণ আস্থা রিয়ালের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৬ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

রিয়াল মাদ্রিদ লা লিগার ম্যাচে বড় এক জয় তুলে নিয়েছে। এর আগে কোপা ডেল রে'র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় জয় পায় তারা। লস ব্লাঙ্কোসদের বড়-সড় জয় আবার রিয়ালে আস্থা রাখার ভরসা দিচ্ছে ভক্তদের। আর রিয়াল মাদ্রিদ ভরসা রাখছে করিম বেনজেমার ওপর।
স্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে ৪-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে সোলারির দল। দলের হয়ে জোড়া গোল করেছেন ফ্রান্স স্ট্রাইকার করিম বেনজেমা। তার দুটি গোলই দেখার মতো। এছাড়া রিয়ালের হয়ে রামোসও গোল মেশিনে পরিণত হয়েছেন। এ ম্যাচেও তিনি করেছেন দারুণ এক গোল। পরে ইনজুরি থেকে ফেরা গ্যারেথ বেলের গোলে বড় জয় পায় রিয়াল।
করিম বেনজেমাকে নিয়ে রিয়াল কোচ সোলারি বলেন, 'সে সবসময় পরিপূর্ণ পারফরম্যান্স উপহার দেয়। তার সঙ্গে দুই গোলও করেছে বেনজেমা। রিয়াল তার ওপর পূর্ণ আস্থা রাখছে। অন্য যে কোন মৌসুমের চেয়ে এবার সে ভালো ফর্মে আছে। আমার মনে হয়, বেনজেমা আবার প্রমাণ করে দিচ্ছে যে সে বিশ্বের সেরা নাম্বার নাইন।'
রিয়ালের জয়ের দিনে জয় পেয়েছে বার্সেলোনাও। এর আগের ম্যাচে কোপা দেল রে'তে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে তারা। ওই ম্যাচে মেসি-সুয়ারেজ ছিলেন না। তবে বার্সার আক্রমণের সেরা দুই অস্ত্র ফিরে আবার দলকে জয়ের ধারায় নিয়ে এসেছে। বিশ্রাম থেকে ফিরে মেসি করেছেন গোল। এছাড়া সুয়ারেজ গোল না করলেও দিয়েছেন সহায়তা। তার মারা শট গোলরক্ষকের কাছ থেকে পেয়ে যান সেমেদো। মেসি এবং সেমেদোর গোল জিরোনাকে ২-০ গোলে হারায় বার্সা।