শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিগগিরই বরুণের বিয়ে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৭ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

আলিয়া ভাট-রণবীর কাপুর, মালাইকা আরোরা-অর্জুন কাপুরে পর এবার বলিউডে শোনা যাচ্ছে আরেক অভিনেতার বিয়ের খবর।

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' খ্যাত তারকা বরুণ ধাওয়ান। কনে তারই দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল।

ইন্ডিয়া টুডে জানায়,  এ বছরেই নাতাশার সঙ্গে বিয়ের কার্যক্রম সম্পন্ন করতে চান বরুণ। বিয়ে উপলক্ষে ইতিমধ্যেই কেনাকাটা শুরু করে দিয়েছেন বরুণের বান্ধবী। জীবনের অন্যতম প্রধান দিনটিকে যাতে নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারেন, সেজন্য সব প্রস্তুতিই সেরে নিচ্ছেন নাতাশা।  

ঘনিষ্ঠ বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে করবেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল এমনটাই জানা গেছে।

তবে কবে নাগাদ বিয়ে করছেন এ বিষয়ে কোন মন্তব্য শোনা যায়নি বরুণের কণ্ঠে। এই মুহূর্তে 'কলঙ্ক' ও 'এবিসিডি থ্রি' নিয়ে ব্যাস্ত সময় পার করছেন বরুণ ধাওয়ান।