বৃহস্পতিবার   ০২ মে ২০২৪   বৈশাখ ১৮ ১৪৩১   ২৩ শাওয়াল ১৪৪৫

ভারতের নাট্যোৎসবে বাংলাদেশের দুই নাটক আমন্ত্রিত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ২০তম ‘ভারত রং মহোৎসব’-এ আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের দুই নাটক নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন নাটক ‘ওপেন কাপল্’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’।

১ থেকে ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এ নাট্যোৎসবে ‘ওপেন কাপল্’ দিল্লিতে ৮ ফেব্রুয়ারি ও বানারাসিতে ১০ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে ১০ ফেব্রুয়ারি নয়াদিল্লির শ্রীরাম কেন্দ্র ও ১২ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের রাঁচিতে মঞ্চস্থ হবে ‘ম্যাকবেথ’। দারিও ফো এবং ফ্রাঙ্কা রামে রচিত ‘ওপেন কাপল্’ নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সারা যাকের। দুটি চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছে এ নাটকের গল্প। চরিত্র দুটিতে অভিনয় করেছেন সারা যাকের এবং জিয়াউল হাসান কিসলু।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন অপি করিম এবং আলোক নির্দেশনায় নাসিরুল হক খোকন। আন্তর্জাতিকভাবে নাটকটির প্রদর্শনী এটাই প্রথম নয়। এর আগে লন্ডনের টাওয়ার হ্যামলেট আয়োজিত ‘সিজনস অব বাংলা ড্রামা’ নাট্যোৎসবে আমন্ত্রিত হয়ে নাটকটি গত বছরের নভেম্বর মাসে দুটি প্রদর্শনী মঞ্চস্থ হয়।

অন্যদিকে উইলিয়াম শেকসপীয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক ‘ম্যাকবেথ’ নাটকটি নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। নাটকে অভিনয় করেছেন ঢাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা।

তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনার্স ২য় সেমিস্টার, ৪র্থ সেমিস্টার ও ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও। নাটকটি গেল বছরের ৯ অক্টোবর ঢাবির নাটমণ্ডলে প্রথম মঞ্চায়িত হয়।