নির্বাসন থেকে ফিরেই দুর্দান্ত পান্ডে, ভারতের সিরিজ জয়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ভারতীয় একটি টিভি প্রোগ্রামে নারীদের নিয়ে কটু মন্তব্য করে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছিল হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলকে। তবে খুব দ্রুতই নিষেধাজ্ঞার খড়্গ থেকে মুক্তিও দেওয়া হয়। সেই নির্বাসন থেকে ফিরেই নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত বোলিং করেছেন হার্দিক পান্ডে। একই সঙ্গে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় ভারত।
নিউজিল্যান্ডের বে ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিকরা। ইনিংসের শুরু থেকেই শামি, ভুবেনশ্বর কুমার ও হার্দিক পান্ডেদের বোলিং তোপে ধুঁকতে থাকেন গাপটিলরা। ম্যাচের এক ওভার বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৯৩ রান করেন টেইলর। লাথামের ব্যাট থেকে আসে ৫১ রান।
মোহাম্মদ শামি নেন সর্বোচ্চ তিন উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডে। নির্বাসন কাটিয়ে ফেরার ম্যাচে নিজের শক্তিমত্তা প্রমাণ করেছেন ভারতীয় দলে ধীরে ধীরে অপরিহার্য হয়ে সদস্য হতে থাকা হার্দিক পান্ডে।
২৪৪ রানের জবাবে খেলতে নেমে ৪২ বল হাতে রেখেই সাত উইকেটের বিশাল জয় পায় ভারত। রোহিত শর্মা সর্বোচ্চ ৬২ রান করেন। ৬০ আসে অধিনায়ক কোহলির ব্যাট থেকে। আম্বাতি রাইডু ও দীনেশ কার্তিক অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দুজনের ব্যাট থেকে আসে ৪০ ও ৩৮ রান করে।
প্রথম দুটি ওয়ানডেতেও ভারত জিতে বিশাল ব্যবধানে। প্রথমটিতে আট উইকেট, দ্বিতীয়টিতে ৯০ রান ও আজ তৃতীয়টিতে সাত উইকেটে জয় পান কোহলিরা। ব্যাটে-বলে কোনোভাবেই সফরকারীদের সঙ্গে লড়াই করতে পারছেন না স্বাগতিকরা।