প্রধানমন্ত্রীর সঙ্গে চার নারী ব্যাটালিয়ন অধিনায়কের সাক্ষাৎ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি পদোন্নতি পাওয়া ব্যাটালিয়ন অধিনায়ক চার নারী লেফটেন্যান্ট কর্নেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর ফাইটিং ফোর্সের প্রথম নারী ব্যাটালিয়ন অধিনায়ক।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সাক্ষাতের পরে নারী অধিনায়করা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের অঙ্গীকার হিসেবে ২০০০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সে নিয়মিত নারী অফিসার নিয়োগ করা হচ্ছে। ৪৭তম কোর্স থেকে শুরু হওয়া এসব নারী অফিসাররা নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত সক্ষমতার অর্জন করেছেন। যোগ্যতার মাপকাঠিতে এই ৪ নারী কর্মকর্তা মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নিত পেয়েছেন। এর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন আরো একধাপ এগিয়ে গেল।
