সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নৌবাহিনীর প্রধান

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নব-নিযুক্ত প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আরওঙ্গজেব চৌধুরী।

সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে নৌবাহিনী প্রধানের স্ত্রী ডা. আফরোজা আওরঙ্গজেব প্রেসিডেন্ট বিএনএফডাব্লিউএ হিসেবে পৃথকভাবে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় নৌ বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।