বুধবার   ০৮ মে ২০২৪   বৈশাখ ২৫ ১৪৩১   ২৯ শাওয়াল ১৪৪৫

`বেঁচে উঠবে`...,ছেলের কবরের পাশে বাবার অপেক্ষা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২১ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

মৃত ছেলের কবরের পাশে বসে থাকলেই ফের বেঁচে উঠবে সে। এমনটাই আশ্বাস দিয়েছিল তান্ত্রিক। সেই অন্ধবিশ্বাসে ভর করেই ছেলের কবরের পাশে এক মাসেরও বেশি সময় বসে রইলেন বাবা। ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লো জেলায়।

 

পুলিশ জানিয়েছে, গত ৩৮ দিন ধরে নিজের ছেলের কবরের পাশে বসেছিলেন নেল্লোরের পেটলুরু গ্রামের বাসিন্দা থুপ্পাকুলা রামু। স্থানীয় এক তান্ত্রিক তাকে আশ্বাস দিয়েছিল, ৪১ দিন ধরে ছেলের কবর পাহারা দিলেই ফের জীবিত হয়ে উঠবে সে। সেই মতো কবরের পাশে গিয়ে বসেছিলেন ৫৬ বছরের থুপ্পাকুলা। তবে তার আশার জল ঢেলে দিল স্থানীয় পুলিশ। থুপ্পাকুলার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর তাকে বুঝিয়ে কবরের পাশ থেকে গ্রামের বাড়িতে ফিরিয়ে আনে পুলিশ।

পুলিশের অনুমান, মৃত ছেলেকে ফিরে পেতে ওই তান্ত্রিককে ৭ লাখ টাকাও দিয়েছেন থুপ্পাকুলা। তবে এ নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি।

 

নেল্লোর পুলিশ জানিয়েছে, থুপ্পাকুলার ২৬ বছরের ছেলে টি শ্রীনিবাসালু গত মাসে মারা যান। কদপা জেলার কোদুরু শহরে থাকতেন তিনি। ২০১৪ থেকে কুয়েতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন শ্রীনিবাসালু। তিন মাস আগেই দেশে ফিরেছিলেন তিনি। এরপর সে একটি অটোরিকশা চালিয়ে রোজগার শুরু করেন। তার আয়ে চলত পুরো পরিবার। কোদুরু শহরে থাকাকালে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হন। তিরুপতির একটি সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানেই মারা যান শ্রীনিবাসালু।

ছেলের মৃত্যুর পর স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছিলেন থুপ্পাকুলা। তাকে ফিরে পেতেই তান্ত্রিকের পরামর্শ মেনে নিয়েছিলেন তিনি। 

নেল্লোর পুলিশ সুপার শ্রীরামবাবু জানান, তান্ত্রিকের বিরুদ্ধে কোনও রকমের মামলা দায়ের করতে চাননি থুপ্পাকুলা। উল্টে পুলিশের কাছে তিনি জানিয়েছেন, যে কোনও প্রথায় বিশ্বাস রাখার অধিকার রয়েছে তার। এবং এ ক্ষেত্রে তিনি কোনও অপরাধ করেননি।-আনন্দবাজার