শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৭ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

বড় ডিসপ্লের ট্যাব আনছে স্যামসাং

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

বড় ডিসপ্লের নতুন আরেকটি ট্যাব আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।


‘গ্যালাক্সি ভিউ ২’ নামের ডিভাইসটি সম্পর্কে প্রতিষ্ঠানটি বিস্তারিত কোনো তথ্য না জানালেও অনলাইনে হয়েছে এর তথ্য ফাঁস। গিকবেঞ্চে ডিভাইসটির স্কোর প্রকাশ হয়েছে। সেখানে দেখা যায়, সিঙ্গেল ও ডুয়েল কোরে ডিভাইসটির স্কোর যথাক্রমে ১২০০ এবং ৩৯৮৭।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও। পরে যা অ্যান্ড্রয়েড ৯.০ পাইয়ে আপডেট করা যাবে। ১৮.৪ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটিতে থাকবে ৩ গিগাবাইট র‌্যাম। তবে ইন্টারনাল মেমোরি কত থাকবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে এক্সিনোজ ৭৮৮৫। যা মূলত একটি মিডরেঞ্জ প্রসেসর।

এ প্রসেসর রয়েছে গ্যালাক্সি এ৮ (২০১৮) এবং গ্যালাক্সি এ৮+(২০১৮) ফোনে। তাই ধারণা করা হচ্ছে, ডিভাইসটির মূল্য মিডরেঞ্জের মধ্যেই থাকবে। স্যামসাং টেলিকম অপারেটর এটিএন্ডটি’র সঙ্গে যৌথভাবে গ্যালাক্সি ভিউ ২ ট্যাবটি বাজারে আনতে পারে।

ধারণা করা হচ্ছে, ডিভাইসটি উন্মোচন করা হবে আগামী মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (সিইএস)।