শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৭ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

ভুয়া সংবাদ সতর্ক করবে এজ ব্রাউজার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

বিশ্বব্যাপী চারদিকে ভুয়া সংবাদ প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। এবার এই দৌড়ে সামিল হল এজ বারাউজার।

বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্যের সত্যতা যাচাই করবে ‘এজ’ ব্রাউজার।

শুধু তা-ই নয়, সাইটটির কার্যক্রম ও গ্রহণযোগ্যতা কেমন তাও জানাবে। তথ্য বা সংবাদের সত্যতা সম্পর্কে ওয়েবসাইটটির গ্রহণযোগ্যতা বিষয়ে স্ক্রিনের ডান দিকে ফলাফলও দেখাবে।

ফলে যতই বিশ্বাসযোগ্যভাবে লেখা হোক না কেন, ব্যবহারকারীরা নিজেরাই সাইটটিতে প্রকাশিত সংবাদ সম্পর্কে অগ্রিম ধারণা পাবে।

ভুয়া খবরের হাত থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের রক্ষা করতেই এ উদ্যোগ। সংবাদ পর্যালোচনা প্রতিষ্ঠান ‘নিউজগার্ড’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মাইক্রোসফট।

চুক্তি অনুযায়ী, ‘এজ’ ব্রাউজারের মাধ্যমে কোনো সংবাদভিত্তিক ওয়েবসাইটে প্রবেশ করার সময়ই সাইটটিতে থাকা সংবাদের সত্যতা যাচাই করে ব্যবহারকারীদের জানানো হবে।