শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সা রে গা মা পা ২০১৮ এর বিজয়ী ইশিতা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

সা রে গা মা পা ২০১৮ আসরে বিজয়ী হয়েছেন ইশিতা বিশ্বকর্মা। ১৬ বছরের এই কিশোরী হারিয়ে দিয়েছেন সাহিল সোলাঙ্কি, তন্ময় চতুর্বেদী, ঐশ্বরিয়া পন্ডিত, সনু গিল ও আসলাম আবুল মজিদকে।

 

ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে ইশিতা পেয়েছেন ৫ লাখ রুপি ও একটি নতুন গাড়ি। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন তন্ময় ও সনু।

ইশিতা প্রশংসা পেয়েছেন বলিউড কিং শাহরুখ খানের কাছ থেকেও। ইশিতার কণ্ঠে 'রাব নে বানা দে জোড়ি' গানটি শুনে মুগ্ধ হয়েছিলেন শাহরুখ। বলিউডের প্রশংসিত ছবি 'রাব নে বানা দে জোড়ি'তে শাহরুখ নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস