শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শাহরুখ-গৌরীরর প্রেম কাহিনী বললেন শাহরুখ পত্নী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

বি-টউনে শাহরুখ গৌরীর প্রেমের কথা কে না জানে! সিনেমার মতোই শাহরুখ-গৌরীর প্রেমের জীবনও রঙিন। তাদের প্রেম নিয়ে আলোচনা বি-টাউনে কম হয়নি। অনেক বাধা, ঝড়-ঝাপটার পরও দীর্ঘ ২৭ বছরের বিবাহিত জীবন কাটাচ্ছেন শাহরুখ-গৌরী। আর প্রেমটা তো আরো অনেক বেশি দিনের।

 

প্রেমের কথা যখন এসেই যায়, তখন এসে যায় উপহারের কথাওদ। গৌরীকে প্রথম কী উপহার দিয়েছিলেন শাহরুখ? একথা তার ভক্তদের জানতে ইচ্ছে হয়।

সম্প্রতি একটি হীরের জুয়েলারি সংস্থার উদ্বোধনে এসে সে বিষয়েই মুখ খুলেছেন গৌরী। শাহরুখ তাকে সর্বপ্রথম কী গয়না উপহার দিয়েছিলেন জানতে চাওয়া হলে গৌরী জানান, তাকে এসআরকে প্রথম বিয়েতে সোনার আংটি উপহার দিয়েছিলেন।

গৌরী তার মেয়েকে বিয়েতে কী উপহার দেবেন প্রশ্ন করা হলে তিনি জানান, আমার মায়ের বিয়ের পোলকি সেট, যেটা উনি নিজের বিয়েতে পরেছিলেন,পরে ওটা আমায় দেন, সেটাই আমি সুহানাকে বিয়েতে দেব।