বিজেপিতে যোগ দিলেন বলিউড অভিনেত্রী, কে জানেন?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে খুশির হাওয়া। কেননা বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ইশা কোপিকার।

ইশা কোপিকার
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির উপস্থিতিতে রোববার বিজেপিতে যোগ দিলেন তিনি। ফুল দিয়ে ইশাকে দলে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।
ইশা কোপিকর বলিউডে ‘খাল্লাস গার্ল’ নামেই আজও পরিচিত তিনি। আর তার লোকসভা নির্বাচনের আগে দলে যোগদান বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিকবিদদের একাংশ। বিজেপির উওম্যান ট্রান্সপোর্ট উইংয়ের কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ করা হয় এই নায়িকাকে।
প্রসঙ্গত, ২০০২ সালে অভিনয় জগতে পা রাখেন কপিকার। রামগোপাল ভার্মার পরিচালনায় ‘কোম্পানি’ ছবিটি দিয়েই বলি জগতে হাতেখড়ি ইশার। এরপর তামিল, তেলেগু, মারাঠি এবং কন্নড় ফিল্ম দুনিয়ায় একের পর এক হিট ছবি করেন তিনি।
