বৃহস্পতিবার   ০২ মে ২০২৪   বৈশাখ ১৯ ১৪৩১   ২৩ শাওয়াল ১৪৪৫

চলচ্চিত্র নিয়েই ব্যস্ততা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে নিজেকে তারকা ভাবেন না তিনি। শুধু ভালো অভিনেত্রীই হতে চান। বলা ভালো চলচ্চিত্র অভিনেত্রীই হতে চান। তাই তো নাটকেও তুমুল ব্যস্ততাকে পাশ কাটিয়ে এখন তিনি পুরোদস্তুর সিনেমার মানুষ। হাতে রয়েছে বেশকিছু ভালো মানের চলচ্চিত্র। সবগুলো চলচ্চিত্র ঠিকমতো শেষ করে দর্শকের সামনে তুলে ধরতে পারলে আসন্ন দিনগুলো এই তারকার স্বপ্নময় হতে পারে।

 

সম্প্রতি একটি নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। গুণী নির্মাতা নুরুল আলম আতিকের এই ছবির নাম ‘মানুষের বাগান’। যদিও ছবিটি নিয়ে নির্মাতা বা নায়িকা দুজনেই বেশ রহস্যজাল তৈরি করে রেখেছেন। আপাতত এ নিয়ে কিছুই জানাতে চান না তারা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন ধরে নতুন ছবির শ্যুটিং করেছেন তারা। ঢাকায় কিছুটা শ্যুটিং শেষে বর্তমানে পুরো টিম আছে ঢাকার বাইরে। গতকাল লঞ্চের মধ্যে শ্যুটিং হয়েছে ছবিটির।

এই সিনেমায় স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করছেন মনোজ কুমার, লাক্সতারকা প্রসূণ আজাদ প্রমুখ। জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের আলাদা আলাদা একাধিক গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে।

এর বাইরে স্পর্শিয়া চারটি চলচ্চিত্রের শ্যুটিং শেষ করেছেন। ‘বন্ধন’ ও ‘আবার বসন্ত’ ছবি দুটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এর মধ্যে ‘আবার বসন্ত’ ছবিটি আসছে ভালোবাসা দিবসে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হলেও শেষমেশ তা হচ্ছে না। ছবিটি মুক্তির তারিখ আরও এক মাস পিছিয়েছে বলে জানালেন স্পর্শিয়া। এই ছবিতে একটি অসম প্রেম দেখা যাবে। প্রধান দুটি চরিত্রে আছেন তারিক আনাম খান ও স্পর্শিয়া।

এদিকে, তার অভিনীত বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটি সম্প্রতি ভারতের ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে (বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে) পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটি শুধু এই উৎসবে পুরস্কারই পায়নি, উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হয়েছে। এর আগে, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। এখন নানা দেশের চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ছবিটি। ঢাকা শহরকে কেন্দ্র করে ১১ জন চলচ্চিত্র নির্মাতা তৈরি করেছেন এটি। উঠে এসেছে ঢাকা শহরের জীবনযাপন। ছবির পরিচালক ১১ জন তরুণ নির্মাতা। এর মধ্যে আছেন সৈয়দ আহমেদ শাওকী। তার পরিচালনায় ‘চিয়ার্স’ শিরোনামের গল্পে অভিনয় করেছেন স্পর্শিয়া। তিনি বলেন, ‘আমার চরিত্রকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে। এতে আমি একটি শহরের আধুনিক মেয়ে। কিন্তু ছেলেদের মতো আমার স্বাধীনতা নেই। তাই একদিন বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়ি একটি দিন উপভোগ করার জন্য। কিন্তু যা যা ইচ্ছা ছিল দিন শেষে তার কিছুই করতে পারি না সামাজিক ও মানসিক বাঁধার কারণে। কাজটি করে আমি সত্যিই গর্বিত। বিশ্বের বিভিন্ন জায়গায় আমার কাজ প্রশংসিত হচ্ছে, এটা অন্য রকম প্রাপ্তি।’

স্পর্শিয়ার হাতে থাকা বাকি ছবিটির নাম ‘কাঠবিড়ালী’। ‘নবীন পরিচালক নিয়ামুল মুক্তা পরিচালিত এই ছবিটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। সত্যিকার অর্থে একটি ভালো ছবি হয়েছে। অচিরেই এই ছবির বিস্তারিত জানাব সবাইকে। মোটকথা চলচ্চিত্রের জন্য নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছি। সামনে ভালো ভালো চলচ্চিত্র নিয়েই ব্যস্ত থাকতে চাই’ বলেন স্পর্শিয়া।