শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিবাদে বলিউডের ৫ পরিবার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

বলিউড তারকাদের পেশাজীবনের পাশাপাশি তাদের পারিবারিক টানাপড়েনের বিষয়েও সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। বিগত বছরগুলো বেশ কিছু বলিউড পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পারিবারিক কলহের কারণে। 

সঞ্জয় দত্ত

দুই বোন প্রিয়া ও নম্রতার সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের তিক্ততা তখনই শুরু হয়, যখন তারা মান্যতাকে বিয়ে করার বিষয়ে সঞ্জয় দত্তের সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেন। আর এ কারণে সঞ্জয় তার এ বিয়ে সম্পর্কে নিজের দুই বোনকে জানাননি। অথচ সঞ্জয় দত্ত যখনই কোনো সমস্যায় পড়েছেন, সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন প্রিয়া ও নম্রতার কাছ থেকেই। তাদের সম্পর্কের এই তিক্ততা অনেক বছর ধরে চলে। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে।

আমিশা প্যাটেল

নিজের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন আমিশা প্যাটেল! তার অভিযোগ ছিল, তার বাবা-মা ১২ কোটি টাকা লাপাত্তা করেছেন, যা আমিশা প্যাটেলের নামে ছিল। আমিশা প্যাটেল এমন একসময় এই অভিযোগ করেছিলেন, যখন কি না চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার গভীর সম্পর্ক চলছিল। তাই আমিশার বাবা-মা এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন। এমনকি তারা অভিযোগ করেছিলেন, বিক্রম ভাটই আমিশাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন। তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন। ফলে আমিশা ও তার বাবা-মায়ের মধ্যে কয়েক বছর ধরে কথা বলাও বন্ধ ছিল। অবশেষে আদালতেই ঘটনাটির নিষ্পত্তি হয়।

আমির খান

আমির খান এবং তার বাবা তাহির হোসেনের মধ্যে খুব তিক্ত সম্পর্ক ছিল। আর তিক্ততা শুরু হয় তাহির হোসেন আমির খানের মাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করার পর থেকে। তাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। এমনকি ভাই ফয়সালকে হেফাজতে নিতে আমিরের আবেদনকেও চ্যালেঞ্জ করেছিলেন তাহির হোসেন এবং জিতেও গিয়েছিলেন। তবে ২০১০ সালে তাহির হোসেনের মৃত্যুর আগে আগে বাবা-ছেলের এই সম্পর্কের উন্নতি ঘটে।

কাজল ও রানী মুখার্জি

দীর্ঘদিন ধরেই দুই চাচাতো বোন কাজল এবং রানী মুখার্জির মুখ দেখাদেখি বন্ধ ছিল। কয়েক বছর ধরে তাদের একসঙ্গে দেখাও যায়নি। যদিও জনসম্মুখে তাদের কোনো দ্বন্দ্বে জড়াতে দেখা যায়নি। তবে  তারা একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেন না। এমনকি তারা আলাদা দিনে তাদের পারিবারিক দুর্গাপূজায় অংশগ্রহণ করেন। আর তাদের মধ্যে কেন মুখ দেখাদেখি বন্ধ, সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি।

কাপুর পরিবার

কাপুর পরিবারের কোনো মেয়ে সদস্যেরই চলচ্চিত্রে কাজ করার অনুমতি ছিল না। এ কথাটি মোটামুটি সবাই জানে। কিন্তু কাপুর পরিবারের বউ ‘ববিতা কাপুর’ সে নিয়ম মানেননি। পরিবারের আদেশের বিরুদ্ধে দুই মেয়ে কারিনা এবং কারিশমা কাপুরকে অভিনেত্রী বানানোর প্রত্যয় নিয়ে কাপুর পরিবার থেকে বেরিয়ে আসেন ববিতা। কারিনা এবং কারিশমাও পারিবারিক এই নিয়ম ভেঙে ফেলে বলিউডে পা রাখেন এবং অত্যন্ত জনপ্রিয় হন। তালাকের পর ববিতা কাপুর পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন। যদিও কয়েক বছর ধরে এই সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে।