শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আলিয়ার বোনের বিয়েতে তারকার মেলা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

বিয়ের মরসুম যেন শেষ হচ্ছে না বলিউডে। সদ্য বিয়ে করলেন অভিনেতা প্রতীক বব্বর। আর সে বিয়ের রেশ কাটতে না কাটতেই মুকেশ ভাটের কন্যা সাক্ষী ভাটও বিয়ে করে ফেললেন। আর তিনি বলিউড সুন্দরী আলিয়া ভাটের বোন।

আর মুকেশ কন্যার বিয়েতেও যেন চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না? অমিতাভ, শাহরুখ থেকে আমির, রেখা, বিপাশা সকলে হাজির হয়ে গিয়েছিলেন নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে।

 

1.আলিয়ার বোনের বিয়েতে তারকার মেলা!

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, দীর্ঘ দিনের বন্ধু মহাজিরকে বিয়ে করলেন মুকেশ ভাট এবং নিলিমা ভাটের কন্যা সাক্ষী ভাট। ২৫ জানুয়ারি মুম্বাইতে খুব কাছের কিছু বন্ধুদের উপস্থিতিতে মহাজিরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সাক্ষী। বিয়ের দিন সাক্ষীর পরনে ছিল গোলাপী লেহেঙ্গা আর পাত্র মহাজির পরেছিলেন গোল্ডেন শেরওয়ানি।

ভাট পরিবারের সকলে ছিলেন বিয়েতে। মহেশ ভাট, আলিয়া ভাট থেকে পূজা ভাট নবদম্পতির পাশাপাশি ভাট পরিবারের সবাই ছিলেন প্রায়।

কালো শুট পরে এসেছিলেন শাহরুখ খান। কখনো আলিয়ার সঙ্গে সেলফিতে, কখনো আবার পূজা ভাট, মহেশ ভাট এবং আলিয়ার সঙ্গে গ্রুপ ছবিতে মেতে ছিলেন বলিউডের কিং খান।

আলিয়ার নতুন ছবির হিরো অর্থাৎ ‘গুল্লি বয়’-এর রণবীর সিংও চলে এসেছিলেন। শাহরুখ খান আর মহেশ ভাটের সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা গেল রণবীরকে।

স্ত্রী জয়ার হাত ধরে সাক্ষী এবং মহাজিরকে শুভেচ্ছা জানাতে চলে এসেছিলেন বিগ বি অমিতাভ বচ্চনও। আমির খান এবং অক্ষয় কুমারও উপস্থিত ছিলেন মহেশ ভাটের কন্যার বিয়েতে। আমির খানের হাতে আবার একটি গিফট হ্যাম্পারও ছিল।

 

2.আলিয়ার বোনের বিয়েতে তারকার মেলা!

এদিকে, বাদ যাননি অনিল কাপুরও। পূজা ভাট, আমির খান, মুকেশ ভাট, অক্ষয় কুমার সবাইকে নিয়ে একটি গ্রুপ ফটোও তোলেন অনিল। সবুজ আর গোলাপিতে কাজ করা একটি শাড়ি পরে এসেছিলেন রেখা। আর সেদিনও রেখার এমন লুকে হার মানতে পারেন হালফিলের নায়িকারা।

সালমান খান একা আসেননি। সঙ্গে বাবা সেলিম খানকেও নিয়ে এসেছিলেন। মহেশ ভাট আর পূজা ভাটের সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়েছে সালমান এবং সেলিম খানকে। হৃতিক রোশন এবং ভিকি কৌশলও এসেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে।

ভাট পরিবারের খুবই কাছের সঞ্জয় দত্ত। তিনি তো হাজির ছিলেনই। ছিলেন ভাট পরিবারের আর এক কাছের মানুষ ইমরান হাশমি। স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে এসেছিলেন অভিনেত্রী বিদ্যা বালানও। ছিলেন দিয়া মির্জা থেকে, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর প্রায় সকলেই।

সাদা ধবধবে পোশাক পরে ভাট পরিবারের এই বিয়েতে হাজির হয়েছিলেন করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু।

ফুপাতো বোনের বিয়ের খবর সর্বপ্রথম শেয়ার করেন পূজা ভাটই। সাক্ষী আর মহাজিরের একটি ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আর লেখেন, ‘ভাট পরিবারের বেবি সাক্ষী মহাজিরকে বিয়ে করছে। আর বিয়েতে পুরো ভাট পরিবারকে দেখেই মনে হচ্ছে অসাধারণ পরিবার।’