শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

উর্বশী পেলেন বিশেষ ‘তকমা’, জানেন কি?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। নিজের অভিনয় আর রুপে মাত করে রেখেছে গোটা বলিউড। আর সম্প্রতিই বলিউডের এই লাস্যমযী পেলেন এক বিশেষ তকমা। কিন্তু কি সেই তকমা জানেন?

বিশ্বের সবচেয়ে কম বয়সী সুন্দরী অভিনেতার খেতাব পেয়েছেন বলিউডের এই সুন্দরী। ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সুন্দরী অভিনেত্রীর পুরস্কার তাকেই দেয়া হয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন এবং পর্যটন মন্ত্রক এই পুরস্কার দিয়েছে।

অভিনয়ের পাশাপাশি উর্বশী একজন ভীষণ ভাল নৃত্যশিল্পী। ‘আশিক বনায়া আপনে’ গানে অসাধারণ তার পারফরম্যান্স মুগ্ধ করেছে ভক্তদের।

এছাড়া ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয়ও তিনি। সব সময়ই ইনস্টাগ্রামে নিজের ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন। এই অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন।

উর্বশী লেখেন, প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে এই অ্যাওয়ার্ড পাওয়াতে আমি খুব খুশি। আমাকে এই সম্মান দেয়ার জন্য আন্দামান এবং নিকোবর দীপপুঞ্জের প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

সানি দেওলের ফিল্ম ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে বলিউডে পা রাখেন উর্বশী। বক্স অফিস ফিল্মটা একেবারেই ফ্লপ। তবে উর্বশী নজর কাড়ে দর্শকদের। পরে আরও ফিল্মে সুযোগ পান। তবে বর্তমানে তার কেরিয়ারগ্রাফ বেশ নীচের দিকেই।