মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট -২০১৮’ উদ্বোধন হয়।

মঙ্গলবার বাংলাদেশ ক্যারম ফেডারেশন হল রুমে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নান, দেশ টিভির জৈষ্ঠ বার্তা সম্পাদক মাহমুদুল হাসান শামিম, কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জগলুল করিম।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। এ সময় উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন খেলোয়াড়রা। ফেডারেশনে এ ক্যাম্প শুরু হয়েছে ডিসেম্বর ১ তারিখ। শেষ হবে ২৫ ডিসেম্বর।

এ সময় সাধারণ সম্পাদক লিয়ন বলেন, বিজয় দিবস টুর্নামেন্টে আমাদের লক্ষ্যটা দীর্ঘদিন ক্যাম্পের ফলে কি সাফল্য আসে তা দেখা। অনেক নতুন খেলোয়াড় এসেছে। পুরাতনদের সঙ্গে নতুনরা খেলে হয়তো ভাল কিছু শিখতে পারবে। আর নিজেদের যাচাইও করতে পারবে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিটিভির উপস্থাপক ড. সিরাজি, কবি ও গণমাধ্যম কর্মী শারাফত হোসেন, ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তারা। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে আছে ডেইলি বাংলাদেশ, দেশ টিভি ও বাংলা ট্রিবিউন।