শেখ হাসিনাকে স্লোভাক প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্লোভাকিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পিটার পেলগ্রিনি (Peter Pellegrini)।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্লোভাক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপনের প্রতীক হিসেবে দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নিতে আগ্রহী। এক্ষেত্রে বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক স্বার্থ, সহযোগিতা এবং সমঝোতা।
এদিকে, আজ দুপুরে পৃথক পৃথক বার্তায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রী এবং চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টারস অব বসনিয়া-হার্জেগোভিনা।
এর আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, ইরানের প্রেসিডেন্ট রুহানি, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
এছাড়া অভিনন্দন বার্তা প্রেরণকারী বিশ্বনেতাদের তালিকায় রয়েছেন- সৌদি যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লা এবং উন্নয়নশীল-৮’র (ডি-৮) মহাসচিব দাতো কু জাফর কু শারিও।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এককভাবে ২৫৯টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে জয়লাভ করে। জোটগতভাবে তারা পায় ২৮৮টি আসন। এর ফলে টানা তৃতীয় ও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।
