সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

জিরোনার বিপক্ষে বার্সার জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ম্যাচের দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। গোল দুটি করেছে লিওনেল মেসি ও নেলসন সেমেদো।

নবম মিনিটে নেলসন সেমেদোর গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলের দেখা পায়নি বার্সা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভালভার্দের দল।

বিরতির পর শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় জিরোনা। ৫১ মিনিটে দলটির ফুটবলার এস্পিনোসা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

 

প্রতিপক্ষকে ১০ জন পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সা। ফল পেতেও খুব সময় লাগেনি সফরকারীদের। ৬৮ মিনিটে সেই আলবার পাস থেকে বল পেয়ে গোল করে বসেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভালভার্দের দল।

২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে বার্সা।