উন্নয়নে সন্তুষ্ট হয়ে নৌকার পক্ষে গণরায়: কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নে সন্তুষ্ট হয়ে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দেয়নি, নৌকার পক্ষে গণরায় দিয়েছে, গণরায় দিয়েছে।
কৃষিমন্ত্রী আরো বলেন, নৌকার ভোট দেয়ার পরে বঙ্গবন্ধু স্যাটেলাইট আজ মহা আকাশে উড়ছে। নেত্রী শুধু বাংলাদেশের নেত্রী নন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেত্রী নন, তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে পরিচিত করেছেন। তিনি প্রধান নেত্রী, তার স্বীকৃতির কোনো শেষ নেই।
রোববার বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এমপিদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, টাঙ্গাইলকেও আমাদের দেয়ার আছে। আটজন এমপি মিলে টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত করে টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইলে রূপান্তর করবো। দেশের বিভিন্ন জায়গায় ইকোমিক জোন হবে। আমরা টাঙ্গাইলেও একটা ইকোনোমিক জোন করবো। যেখানে শিল্পকারখানা গড়ে উঠবে, আমাদের ছেলে মেয়েরা সেখানে চাকরি পাবে।
আব্দুর রাজ্জাক বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, পাকিস্তানের দোসর এই বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী শক্তিদের বলতে চাই, আপনারা যদি আবার হরতাল ও আগুন সন্ত্রাসের চিন্তা করেন বাংলাদেশ থেকে আপনারা নির্মূল হয়ে যাবেন। মুসলিম লীগের মতো অস্তিত্ব এই দেশে আপনাদের আর থাকবে না।
সংবর্ধনায় টাঙ্গাইল-(মধুপুর-ধনবাড়ী) আসনের এমপি ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি মো. আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি উপস্থিত ছিলেন না।
জেলা আওয়ামী সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খানের সভাপতিত্বে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, নাহার আহমদ, প্রমুখ
