শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চুক্তি শেষ হবার পরেও সিলভাকে দলে চান গার্দিওলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ডেভিড সিলভা সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ২০১০ সালে ভ্যালেন্সিয়া থেকে আসার পর এ পর্যন্ত সিটিজেনদের হয়ে তিনটি লিগ শিরোপা ও একটি এফএ কাপ জিতেছেন সিলভা। আগামী মৌসুমের শেষ পর্যন্ত এই ৩৩ বছর বয়সী এই প্লেমেকারের সাথে সিটির চুক্তি রয়েছে। 

২০২০ সালে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি শেষ হবার পরেও ডেভিড সিলভাকে দলে দেখতে চান কোচ পেপ গার্দিওলা। 

এ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে সিটি বস বলেন, ‘এই ধরনের সিদ্ধান্তে সাধারণত সব কিছুই খেলোয়াড়দের উপর নির্ভর করে। কিন্তু আমার কাছে মনে হয় সে যদি ফিট থাকে ও একই ধরনের পারফরমেন্স ধরে রাখতে পারে তবে তাকে আরও কিছুদিন পেলে সত্যিই খুশী হবো। 

 

সিলভার মত খেলোয়াড় খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ নয়। কিন্তু সবকিছুই তার উপর ছেড়ে দেয়া উচিত। এই বয়সে ফিটনেস অনেক বড় একটি ব্যাপার। এটা সম্পূর্ণই তার উপর নির্ভর করছে।’

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় সিটিজেনদের হয়ে ২৬ ম্যাচে সিলভা ৯টি গোল করেছেন ও পাঁচটিতে এসিস্ট করেছেন।