শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

হোল্ডারের কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

এক সময় তিন বিভাগেই বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। আইসিসি র‍্যাংকিংয়ে এক নম্বর জায়াগাটা পাকাপোক্তই ছিল সাকিবের। 

এবার সেই জায়গাটা হারাতে হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বর জায়গাটি হারিয়েছিলেন কিছুদিন আগে। ধরে রেখেছিলেন টেস্টের শীর্ষ স্থানটি। এবার জেসন হোল্ডারের দুর্দান্ত এক টেস্ট ম্যাচের কাছে হারালেন সেই খেতাব।

বার্বাডোস টেস্টে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জয় পেয়েছে ৩৮১ রানের বিশাল ব্যবধানে। এই জয়ের সবচেয়ে বড় ভূমিকা ছিল অধিনায়ক হোল্ডারের। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম দ্বিশতক হাঁকিয়েছেন তিনি। এর আগে ইংলিশদেরকে মাত্র ৭৭ রানে অলআউট করার ক্ষেত্রেও দুই উইকেট নিয়ে ভূমিকা রেখেছেন।

 

এই অলরাউন্ডিং পারফর্মেন্সের পুরষ্কার পেয়েছেন হাতে-নাতে। হয়েছেন টেস্ট র‍্যাংকিংয়ের সেরা অলরাউন্ডার। ৪৪০ র‍্যাটিং রয়েছে তার। দ্বিতীয়তে থাকা সাকিবের র‍্যাটিং ৪১৫।

তবে স্বস্তির বিষয় হলো তিন ফরম্যাটেই দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এদিকে ওয়ানডেতে শীর্ষ স্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। রশিদের ৩৫৩ র‍্যাটিংয়ের বিপরীতে সাকিবের র‍্যাটিং ৩৫২। টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারের জায়গাটা নেয়া গ্লেন ম্যাক্সওয়েল ৩৬২ র‍্যাটিংয়ের বিপরীতে দ্বিতীয়তে থাকা সাকিবের রয়েছে ৩১৮।