রোববার   ২৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ১৯ শাওয়াল ১৪৪৫

মাশরাফী খেলোয়াড়ই নন, শিক্ষকও!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

মাশরাফী বিন মোর্ত্তজা। মাঠে তিনি সতীর্থদের বড় অনুপ্রেরণা। তার পরিচয় আলাদা করে দেয়ার কিছু নেই। কেননা তিনি বাঙালির প্রাণ, বাঙালির আশা, বাঙালির গর্ব। মাঠে তার উপস্থিতি মানেই এক জাগ্রত বাংলাদেশ।

দলের প্রয়োজনে কখনো ব্যাট হাতে জ্বলে উঠেছেন কখনো বা বল হাতে ভেঙে দিয়েছেন সেট ব্যাটসম্যানের উইকেট, কখনো কখনো শরীরের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছেন ক্যাচ নিতে।

দেশের বড় ভাই ও গুরু সম্মানে খ্যাত মাশরাফী মাঠে থাকা মানেই টাইগার শিবির উজ্জীবিত। এর সঙ্গে তাল মিলিয়ে উজ্জীবিত হয় পুরো ১৮ কোটি হৃদয়।

 

মাঠ ছাড়া দলের অন্যান্য সদস্যদের সঙ্গে সবসময়ই মজা করে থাকেন নতুন পরিচয়ে পরিচিত ‘এমপি’ মাশরাফী। আর তার প্রমাণ অনেকবারই সামনে এসেছে। কখনো বিদেশে খেলার জন্য বিমানে যখন অনেকেই ঘুমিয়ে রয়েছে, তখন ঘুমন্ত খেলোয়াড়দের মুখে পানি দিয়ে দুষ্টুমি আবার কখনো বা অনুশীলনের ফাঁকে প্লেয়ারদের গায়ে মাটি ছুড়ে দুষ্টুমি করতেও দেখা গেছে।

এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মাশরাফীর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে রংপুর রাইডার্স এর বাস থেকে নামার সময় বাসের সিঁড়ির শেষ স্টেপে থাকা পাপোসটি সরে যায়। এ সময় তিনি নিজ হাতেই সেই পাপোসটি ঠিক করে দেন।

আর তার এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, মাশরাফী শুধু একজন খেলোয়াড়ই নন, তিনি একজন শিক্ষকও বটে!