সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌপ্রধানের শ্রদ্ধা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

রোববার সকালে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।

তিনি জানান, নৌপ্রধানের শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম আফরোজা আওরঙ্গজেব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
 
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস এডমিরাল র‌্যাংক পড়িয়ে দেন। এ সময় উপস্থিতিতে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে নৌপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অপর্ণ করেন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছালে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় নৌ সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সব পরিদফতরের পরিচালক ও উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।