মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ব্যবস্থা নিন: আইজিপিকে সিইসি

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক থাকে, শান্তিপূর্ণ থাকে, প্রার্থীরা যেন প্রচার চালাতে পারেন সেজন্য ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সোমবার বিকেলে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।

এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের উপর হামলার বিষয়ে তিনদিনের মধ্যে প্রতিবেদন দেয়ারও নির্দেশনা দেয়া হয়।

জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিইসি’র সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

 

ইসি কর্মকর্তারা জানান, দেশব্যাপী নির্বাচনী সহিসংতা, প্রার্থীদের ওপর গুলি, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয় সম্পর্কে সিইসিকে অবহিত করেছেন আইজিপি।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।