শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৭ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

অ্যাপ দিয়ে কাজ করুন সহজে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

আপনার কাজকে সহজ করে দিতে গুগল প্লে স্টোরে আছে হরেক রকম অ্যাপস। কিন্তু অনেকেই জানেন না কোন অ্যাপ ঠিক কী ধরনের কাজ করে। আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তবে নিচের অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।

ড্রপবক্স (Dropbox)

এটি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে দরকারি ফাইল কিংবা তথ্যকে সমন্বয় করে সংরক্ষণ করে পরবর্তী সময়ে সেটিকে ব্যবহারের উপযোগী করে। প্রয়োজনে সেটি পরিচিতজনের সঙ্গে শেয়ারও করা যায়। এটি একই সঙ্গে ওয়েব, উইনডোজ, ম্যাকওএস, আইওএস এবং অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যায়। আপনার অনুমতি ছাড়া অন্য কেউ অ্যাপের গুরুত্বপূর্ণ ফাইলে ঢুকতে পারবে না। এই অ্যাপ দিয়ে আপনি আপনার ফোনের ছবি কিংবা ভিডিওর ব্যাকআপও রাখতে পারেন।
নির্ভরযোগ্য এই অ্যাপটির একটি অসুবিধা হলো ২ জিবির বেশি ব্যবহার করা যায় না। বেশি তথ্য রাখতে গেলে ১ টিবির জন্য আপনাকে মাসপ্রতি প্রায় সাড়ে ৮০০ টাকা খরচ করতে হবে।

২. পিলেক্স (Plex)

আপনার কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে গান শুনতে, টিভি অনুষ্ঠান দেখতে, ছবি দেখতে চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। আপনার উইনডোজ অথবা ম্যাকওসে প্রথমে অ্যাপটি সেটআপ দিতে হবে। তারপর হার্ডড্রাইভে থাকা কনটেন্টগুলো যেকোনো স্থানে বসে আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন।
এর অসুবিধা হলো আপনি নির্দিষ্ট পরিমাণ ফাইল স্থানান্তর কিংবা স্ট্রিম করতে পারবেন। ইচ্ছামতো ব্যবহার করতে চাইলে মাসপ্রতি আপনাকে ৪১৯ টাকা খরচ করতে হবে। একই সঙ্গে আরেকটি শর্ত হলো, যে কন্টেটগুলো আপনি ফোনে ব্যবহার করতে চান সেগুলো কম্পিউটারে ডাউনলোড করা থাকতে হবে। বাফারিং এড়াতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকাও জরুরি।

৩. পকেট (Pocket)

যারা প্রতিদিন ব্যস্ততার কারণে অনলাইনে একসঙ্গে অনেক লেখা পড়তে পারেন না, তাদের জন্য এই অ্যাপটি বেশ সহায়ক। আপনার ফোন, কম্পিউটার কিংবা ট্যাবলেটে আপনি এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন লিংক সেভ করে রাখতে পারেন। তারপর অবসর সময়ে পড়তে পারেন।
অফলাইনে থাকলেও আপনি লেখাগুলো পড়তে পারবেন। ভালো আরেকটি সুবিধা হলো এই অ্যাপ থেকে লেখাগুলো পড়লে কোনো ব্রাউজারের বিজ্ঞাপন আপনাকে বিরক্ত করবে না। একদম পরিষ্কার লেখা পড়তে পারবেন। এর থেকে আরও বাড়তি সুবিধা পেতে আপনাকে মাসে ৪১৯ টাকা খরচ করতে হবে।

৪. স্ন্যাপসিড (Snapseed)

ছবি এডিট করার জন্য অনেক অ্যাপ পাওয়া যায়। এদের মধ্যে স্ন্যাপসিড অ্যাপটি বেশি জনপ্রিয়। খুব সহজে এই অ্যাপ দিয়ে নিজের ইচ্ছামতো ছবি এডিট করা যায়।
এটি বর্তমানে গুগল ডেভেলপ করে থাকে। ব্যবহার করতে কোনো খরচ করতে হয় না ব্যবহারকারীকে।

৫. স্লিপ অ্যাজ (Sleep As)

ঘুমের সময় ফোন বিছানায় রাখলেই চলবে। আপনি কেমন ঘুমাচ্ছেন স্লিপ অ্যাজ অ্যান্ড্রয়েড অ্যাপ সেটি নজরদারি করবে। ঘুমের অভ্যাসের লেখচিত্র তৈরি করে দেখাতে পারে এটি। ঘুমের মধ্যে কথা বলা বা নাক ডাকার বিষয়টিও রেকর্ড রাখতে পারে। এ ছাড়া ঘুমের সময় হিসাব করে ঘুম বিষয়ে বিশেষ নির্দেশ দিতে পারে।

অ্যাপটির প্রাথমিক ভারসন ফ্রি ব্যবহার করা যায়। কিন্তু বেশি সুবিধাসহ অ্যাপগ্রেড ভারসন ব্যবহার করতে চাইলে টাকা খরচ করতে হয়। অ্যাপগ্রেড ভারসনে ঘুম ভাঙানোর দারুণ একটি অ্যালার্ম সিস্টেম আছে, যেটি আপনার ঘুমের চক্রাকার হিসাব সংরক্ষণ করে আপনাকে জাগিয়ে দিতে সাহায্য করবে। এই ভারসনে কোনো বিজ্ঞাপনও আসে না।