শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর অঙ্গিকার

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। নির্বাচিত হয়ে দলটি আবার ক্ষমতায় যেতে পারলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর ব্যাপারে যুক্তিসঙ্গত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে (২০২৩ সাল) মধ্যে দেশে নতুন করে আরো ১ কোটি ১০ লাখ ৯০ হাজার মানুষকে শ্রমশক্তিতে যুক্ত করার অঙ্গিকারও ব্যক্ত করেছে ক্ষমতাসীন এই দল।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচন উপলক্ষে ঘোষিত ইশতেহার এসব অঙ্গিকারের কথা জানানো হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে বলা হয়, দেশে প্রায় ৫ কোটি ৩০ লাখ তরুণ রয়েছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতার বিষয়টি বিবেচনায় রাখা হবে। এক্ষেত্রে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থাও গ্রহণ করা হবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে তরুণরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করার আহ্বান জানাতে পারবে।

এছাড়া আত্মকর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরি, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে জনপ্রতি ২ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা এরইমধ্যে প্রদান করা হচ্ছে। এ প্রেক্ষিতে ভবিষ্যতে এই সুবিধা আরো বিস্তৃত করার অঙ্গিকার ব্যক্ত করা হয় ইশতেহারে।

এতে আরো বলা হয়, আগামী ২০২৩ সাল নাগাদ দেশের শ্রমশক্তিতে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ গৃহীত হয়েছে। একই সময়ে নতুনভাবে আরো ১ কোটি ১০ লাখ ৯০ হাজার মানুষ শ্রমশক্তিতে যুক্ত হবে। উদ্যোক্তাদের মধ্যে যারা সম্ভাবনার ছাপ রাখতে সক্ষম হবেন, তাদের জন্য আর্থিক, প্রযুক্তি, উদ্ভাবনীসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা আরো বাড়ানোর উদ্যোহ নেয়া হবে।

ইশতেহারে বলা হয়, তরুণ উদ্যোক্তা তৈরির জন্য প্রণয়ন করা হবে একটি যুগোপযোগী ‘তরুণ উদ্যোক্তা নীতি’। এর বাইরে তরুণদের সুস্থ বিনোদনের জন্য দেশের প্রতিটি উপজেলায় গড়ে তোলা হবে একটি করে ‘যুব বিনোদন কেন্দ্র’। এসব কেন্দ্রে থাকবে বিভিন্ন ইনডোর গেমসের সুবিধা, মিনি সিনেমা হল, লাইব্রেরি, মাল্টিমিডিয়া সেন্টার, সাহিত্য ও সংস্কৃতি কর্নার, মিনি থিয়েটার ইত্যাদি। এছাড়া স্বল্প খরচে ইন্টারনেটসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে ‘ইয়ুথ প্ল্যান’ চালু করা হবে।

এদিকে, মাদকমুক্ত তরুণসমাজ গড়তে দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা এবং বেসরকারি কেন্দ্রগুলোর জন্য সরকারি অনুদান বাড়ানোর অঙ্গিকার দিয়েছে আওয়ামী লীগ।

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ৬৪ পৃষ্ঠার এই ইশতেহার প্রকাশ করেছে। যাতে রয়েছে ৭টি অধ্যায় এবং ২১টি বিশেষ অঙ্গীকার।