শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

দুর্ঘটনায় কণ্ঠশিল্পী রেশমি আহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কণ্ঠশিল্পী রেশমি মির্জা। শনিবার ভোরে সুনামগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

রেশমির ভাই অনি জানিয়েছেন, শুক্রবার শো করার পর ঢাকায় ফেরার পথে ভোরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় রেশমি ও তাদের টিমকে বহনকারী মাইক্রোবাস। রেশমি সামনের সিটে বসে ছিলেন। তার মাথা এবং চোখের পাশে গুরুত্বর আঘাত লাগে। এছাড়া হাত এবং পায়েও বড় ধরনের চোট পান তিনি।

আহত অবস্থায় তাকে সুনামগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। পরে তাকে ঢাকার বাসায় নিয়ে আসা হয়।