শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চলচ্চিত্রের ৩৪ প্রবন্ধ নিয়ে ম্যাজিক লণ্ঠনের ১৬তম সংখ্যা বাজারে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

চলচ্চিত্রের ৩৪টি প্রবন্ধ নিয়ে চলচ্চিত্রবিষয়ক ষাণ্মাসিক গবেষণা জার্নাল ম্যাজিক লণ্ঠনের ১৬তম সংখ্যা (জানুয়ারি ২০১৯) প্রকাশ হয়েছে। প্রত্রিকাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে।

শনিবার (২৬ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দার। এই জার্নালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউ মিডিয়াবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার প্রকাশ করা হয়ে থাকে।

বলা হয়, চলতি সংখ্যার শুরুতেই সদ্য জীবনমঞ্চ ছেড়ে যাওয়া দেশ-বিদেশের চলচ্চিত্রজগতের শিল্পীদের স্মরণ করা হয়েছে। সঙ্গে বলিউডের তারকা শ্রীদেবীর স্মরণে থাকছে একটি প্রবন্ধ। এরপরই রয়েছে প্রযুক্তির বদৌলতে বিশ্ব চলচ্চিত্রশিল্পকে আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া অনলাইনভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নিয়ে একটি পর্যালোচনামূলক লেখা।

৩৫ বছর পর চলচ্চিত্র প্রদর্শনীর নিষেধাজ্ঞা তুলে নেয়া সৌদি আরবকে নিয়েও রয়েছে একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ। অন্যদিকে চলচ্চিত্রের বিশেষ ধরণ প্রামাণ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে তত্ত্ব কতটা মাথায় থাকে আর বাস্তবে কতটা তা কাজে লাগানো যায়। এ বিষয়ে ‘তত্ত্ব এবং বাস্তবতার ফারাক’ শিরোনামে একটি প্রবন্ধে নিজ অভিজ্ঞতা তুলে ধরেছেন ভারতের প্রখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের সংখ্যায় ‘ম্যাজিক লণ্ঠন বাতচিত’ নামে নতুন এক বিভাগ চালু করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের চলচ্চিত্রের দিকপাল তারেক মাসুদের কর্ম নিয়ে এবং একজন ‘তারেক মাসুদ’ হয়ে ওঠার স্মৃতিচারণ করেছেন তারেকের মা নুরুন্নাহার মাসুদ। একইসঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের গতি-ধারা, অতীত-বর্তমান, কলাকৌশল এসব নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র গবেষক, শিক্ষক, লেখক অনুপম হায়াৎ। এ ছাড়া নিয়মিত অন্যান্য বিভাগ এ সংখ্যাতেও অব্যাহত রয়েছে।

৪১৩ পৃষ্ঠার পত্রিকাটির দাম ১৫০ টাকা। পত্রিকাটি পাওয়া যাবে ঢাকায় বিদিত, তক্ষশীলা, পাঠক সমাবেশ, বেঙ্গল বই, নোকতা ও বাতিঘরে। চট্টগ্রামে বাতিঘর, সিলেটের জিন্দাবাজারে বইপত্রে, রাজশাহীতে বিদ্যাসাগর, বুকপয়েন্ট, নিউমার্কেটে, সিলেটে বইপত্র, কুষ্টিয়ায় বুক সেন্টার এবং কলকাতায় মনফকিরা ও ধ্যানবিন্দুতে।

এ ছাড়া ঢাকা, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জাহাঙ্গীরনগর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেও পাওয়া যাবে।

ম্যাজিক লণ্ঠন নামে এ সংগঠনটির যাত্রা শুরু করে ২০১১ সালে। জানুয়ারি ও জুলাই মাসে নিয়মিত এ জার্নালটি প্রকাশ করা হয়ে থাকে। প্রতি রোববারে চলচ্চিত্রবিষয়ক ও বুধবারে সাধারণ পাঠচক্র করা হয়। এ ছাড়া ম্যাজিক লণ্ঠন-এর প্রযোজনায় সংগঠনটির সদস্যরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করে থাকে।