হ্যাকার চালাচ্ছে চিত্রনায়িকা আইরিনের ফেসবুক!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার
ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা আইরিন সুলতানার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে।
শুক্রবার বিকেল থেকে আইডিটির নিয়ন্ত্রন হারিয়েছেন আইরিন। বিষয়টি শনিবার রাতে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন তিনি।
আইরিন বলেন, গতকাল থেকে আমার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। এখান থেকে বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়া ও অসামাজিক কথা বলা হচ্ছে বলে আমার বেশ কয়েকজন বন্ধু জানিয়েছেন। এ ঘটনার পর আমি কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নং ১১৪১।
তিনি আরো বলেন, অশালীন বক্তব্যের কোনো পোস্ট এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে থাকলে এজন্য আমি দায়ী নই এবং এই বষয়টি সবাইকে এড়িয়ে চলার অনুরোধ করছি।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে আগমন করেন আইরিন। এরপর সাঈফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ তার বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বর্তমানে এই নায়িকা হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘আকাশমহল’ এবং আমিরুল ইসলাম শোভার ‘সেভ লাইফ’ ছবিতে কাজ করছেন।
