শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

স্থানীয়দের ব্যাটেও আসবে সেঞ্চুরি, বিশ্বাস তামিমের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

বিপিএলে ১৪ সেঞ্চুরির তিনটি হাঁকিয়েছেন স্থানীয় ক্রিকেটাররা।

চলতি আসরে তিন সেঞ্চুরির তিনটি বিদেশি ক্রিকেটাদের ব্যাটে। লরি ইভান্স ঢাকায় ১০৪ রানের পর চট্টগ্রামে প্রথম দিনই সেঞ্চুরি হাঁকান অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। সেখানে স্থানীয় ক্রিকেটাররা কেউই ৯০ এর ঘর ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৮৫ রান করেছেন সাব্বির রহমান।

দেশসেরা ওপেনার তামিম ইকবালের মতে একাধিক ব্যাটসম্যান সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন। গতকাল চিটাগং ভাইকিংসের ইয়াসির আলীর সেঞ্চুরির সুযোগ ছিল। তামিম নিজেও সেঞ্চুরি হাতছাড়া করেছেন। সাব্বির যে ম্যাচে ৮৫ করেছেন সেটাও তিন অঙ্কে নেওয়ার সুযোগ ছিল। স্থানীয় ব্যাটসম্যানরা সুযোগ হাতছাড়া করায় আশাহত নন তামিম। তবে নিজেদের প্রয়োজনে বড় ইনিংস খেলার কথা জানিয়েছেন তিনি।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ অনুশীলন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলনের পূর্বে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেছেন,‘দেশি খেলোয়াড়দেরও সেঞ্চুরির সুযোগ ছিল। কালকের ম্যাচে ইয়াসির আলী যেভাবে ব্যাটিং করেছে তার একটা সুযোগ ছিল। আমি যেদিন খুলনার সঙ্গে ব্যাটিং করেছি সেদিন আমারও সুযোগ ছিল।’

‘নিজেকে যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে হয় এই ইনিংসগুলো বড় করতে হবে। ম্যাচ শেষ করে আসতে হবে। টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করা খুব কঠিন। এটা খুব রেয়ার। তবে সুযোগ অবশ্যই থাকে। ওপরে যারা ব্যাটিং করি তাদের সুযোগ থাকে। আমি কিংবা বাংলাদেশের কেউ যদি করে তবে সেটি অনেক বড় অর্জন হবে।’ –যোগ করেন তামিম

বিপিএলে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফিস। ২০১৩ সালে খুলনায় ১০২ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। একই বছর মোহাম্মদ আশরাফুল ঢাকায় করেছিলেন ১০৩ রান। তিন বছর পর ২০১৬ সালে সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ১২২ রান। বিপিএলে সেঞ্চুরি না পেলেও আন্তর্জাতিক মঞ্চে তামিমই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি পেয়েছেন সেঞ্চুরির স্বাদ।